অনাবিল বাস রুট: অনাবিল পরিবহন নারায়ণগঞ্জের সাইনবোর্ড হতে গাজীপুর পর্যন্ত তাদের সার্ভিস প্রদান করে থাকে । এই বাস ঢাকার মধ্য হয়ে চলাচল করে থাকে ।
অনাবিল বাস রুট:
গাজীপুর চৌরাস্তা- বাইপাস- বোর্ড বাজার – মিল গেইট – স্টেশন রোড – টংগী – আব্দুল্লাহপুর – আজমপুর – রাজলক্ষ্মী – জসিম উদ্দিন -এয়ারপোর্ট- খিলেক্ষেত- কুড়িল বিশ্বরোড – যমুনা ফিউচার পার্ক – বসুন্ধরা- নদ্দা- নতুন বাজার- বাশতলা- শাহজাদপুর- বাড্ডা- রামপুরা – হাজিপাড়া – মালিবাগ – খিলগাও- বাসাবো – মুগদা- মানিকনগর – গোলাপবাগ- সায়েদাবাদ- যাত্রাবাড়ি – শনির আখড়া – সাইন বোর্ড
অনাবিল পরিবহনের মাধ্যমে আপনি সহজেই এয়ারপোর্ট উত্তরা রামপুরা, যাত্রাবাড়ি এইসব গুরুত্বপূর্ণ এলাকায় যেতে পারবেন । তাছাড়া এই বাস একদম ভোর বেলা থেকে শুরু করে রাত ১১ টা পর্যন্ত সার্ভিস দিয়ে থাকে ।
আরও পড়ূনঃ
3 thoughts on “অনাবিল বাস রুট | Anabil Bus Route Dhaka 2023”
Pingback: বিকল্প অটো সার্ভিস রুট । Bikalpo Bus Route | Mirpur 12 to Motijheel - Info Guide Bd
Pingback: D Link Bus route | ডি লিংক বাস রুট | ঢাকার লোকাল বাস - Info Guide Bd
Pingback: Mirpur Metro Services Bus Route - Info Guide Bd