আফতাবনগর পাসপোর্ট অফিস:উন্নত নাগরিক পরিষেবার জন্য, ০৭ মে ২০২৩ থেকে একটি নতুন আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব (আফতাবনগর) কাজ শুরু করবে। আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব (আফতাবনগর) মুগদা, সবুজবাগ, শাহজাহানপুর, খিলগাঁও, রামপুরা, মতিঝিল, পল্টন, বাড্ডা এবং হাতিরঝিলের এলাকা/থানা (পুলিশ স্টেশন) এর আওতাধীন এলাকা সমূহের জন্য পাসপোর্ট সেবা প্রদান করবে।
আফতাবনগর পাসপোর্ট অফিস যাওয়ার উপায়
ঢাকা শহরের যেকোন জায়গা থেকে লোকাল বাস, সিএনজি বা প্রাইভেট গাড়ি নিয়ে আসতে পারবেন খুব সহজেই , প্রথমে আপনাকে এসে রামপুরা ব্রীজ বা আফতাবনগর গেটে নামতে হবে সেখান থেকে অটো রিক্সা করে পাসপোর্ট অফিসে চলে আসতে পারবেন , রিক্সা ভাড়া সাধারণত ৩০ থেকে ৪০ টাকা।
বাড্ডা রামপুরা রুটে চলাচল করে যেকোন লোকাল বাস ব্যবহার করতে পারেন
যেমন
রাইদা পরিবহন ,
অনাবিল বাস ,
আকাশ পরিবহন ,
রাজধানী পরিবহন ,
অছিম পরিবহন,
আলিফ পরিবহন ইত্যাদি
রমজান
তরঙ্গ প্লাস
স্বাধীন পরিবহন
নুর মক্কা বাস
আফতাবনগর পাসপোর্ট অফিস এর ঠিকানা
পাসপোর্ট অফিসের সময়সূচী
সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে
শুক্রবার এবং শনিবার
বাকি ৫ দিন সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত তাদের কার্যক্রম চলে
তাছাড়া সকল সরকারী ছুটির দিনে পাসপোর্ট অফিস বন্ধ থাকে
ই পাসপোর্ট এর সকল তথ্যাবলি