ঢাকার যেকোন স্থান থেকে আফতাব নগর যাওয়ার উপায়ঃ
আফতাব নগর ঢাকার শহরের বাড্ডা থানার অধিনে মেরুল বাড্ডায় অবস্থিত , এটির আরেক নাম জহুরুল ইসলাম সিটি , মূলত এটি একটি ইস্টার্ন হাউজিং এর হাউজিং প্রকল্প ।
আফতাবনগর আসার উপায়ঃ
ঢাকার যেকোন স্থান থেকে লোকাল বাসে আসতে পারবেন , তাছাড়া সিএনজি, উবার পাঠাও এবং ব্যাক্তিগত ভাবে ও আসতে পারেন । প্রথমে রামপুরা ব্রীজ এর এখানে আসতে হবে তারপর সেখান থেকে ২-১ মিনিট এর রাস্তা হেটে আফতাব নগরের গেইটে আসবেন , আফতাব নগর এর গেইটে আসলেই দেখতে পাবেন অনেক অটোরিক্সা । অটোরিক্সা গুলো তে দামাদামি করে উঠবেন পিছনে যাওয়ার জন্যে ।
আফতাব নগর ডুকতে হাতের বা পাসে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি , তারপর একদম পিছনে রয়েছে সুন্দর প্রশস্ত রাস্তা । মূলত শরত কালে এখানে কাশফুলের জন্য মানুষ এসে থাকে ।
আফতাব নগর যাওয়ার উপায়
আরও পড়ুনঃ
যাত্রাবাড়ি থেকে এয়ারপোর্ট যাওয়ার বাস
1 thought on “আফতাব নগর যাওয়ার উপায় ( Easiest way to aftabnagar)”
Pingback: টিএসসি কিভাবে যাবেন ? TSC তে যাওয়ার উপায় - Info Guide Bd