কুমিল্লা জেলার ইতিহাস
কুমিল্লা জেলার পূর্ব নাম ত্রিপুরা, ত্রিপুরা রাজ্যকে ভেংগে কুমিল্লা, বি-বাড়িয়া, চাঁদপুর অংশকে ১৭৯০ সালে ত্রিপুরা জেলা গঠন করা হয়, ১৭৯০ থেকে ১৮২০ সাল পর্যন্ত নোয়াখালী ( পূর্ব নাম ভুলুয়া) কুমিল্লা ( ত্রিপুরা) জেলার অন্তরভুক্ত ছিলো।১৮২১ সালে নোয়াখালী কুমিল্লা ( ত্রিপুরা) থেকে আলাদা হয়ে নতুন জেলা সৃষ্টি হয়। ১৯৬০ সালে ত্রিপুরা নাম পরিবর্তন করে, কুমিল্লা রাখা হয়। এবং ১৯৮৪ সালে বি-বাড়িয়া ও চাঁদপুর মহকুমা কে কুমিল্লা জেলা থেকে পৃথক করে আলাদা জেলা করা হয়।
সুতরাং কুমিল্লা জেলা প্রতিষ্ঠিত হয় ( পূর্ব নাম ত্রিপুরা) ১৭৯০ সালে
# কুমিল্লার জেলার বতর্মান জনসংখ্যা ৬২,১২,২১৬ ( ২০২২ আদমশুমারী)
# কুমিল্লা মহানগর বা শহরের জনসংখ্যা ১১,৯৮,০১০ জন বা প্রায় ১২ লক্ষ জনসংখ্যা
# বৃহত্তর কুমিল্লা জেলার জনসংখ্যা ( কুমিল্লা, বি-বাড়িয়া, চাঁদপুর) (১,২১,৫৪,৫২৩) ১ কোটি ২১ লাখ ৫৪ হাজার ৫ শত ২৩ জন।( ২০২২ সালের আদমশুমারী অনুসারে)
# বৃহত্তর কুমিল্লার আয়তন ( কুমিল্লা ৩০৮৫.১৭+ বি-বাড়িয়া ১৯২৭.১১ চাঁদপুর১৭০৪.০৬)= ৬,৭১৬.৩৪ বর্গ কিলোমিটার
# কুমিল্লায় স্বাক্ষরতার হার ৮২.০২%
# কুমিল্লায় সংসদীয় আসন ১১ টি,
# কুমিল্লা জেলায় সংসদ সদস্য আছে ১৫ জন আর ( সংরক্ষিত আসন ৪ টি)
১ঃ কুমিল্লা সিটি কর্পোরেশন আছে,
২ঃ কুমিল্লায় শিক্ষা বোর্ড আছে, এর অধীনে আছে, নোয়াখালী, বি-বাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর, জেলাসমূহ।
৩ঃ কুমিল্লা জেলা হয়েও ১৯৬২ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত দৈর্ঘ ৩৩ বছর কুমিল্লা শিক্ষা বোর্ড এর অধীনে ছিল চট্টগ্রাম, কক্সবাজার রাংগামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলাসমূহ।
৪ঃ কুমিল্লা জেলা হয়েও ১৯৬২ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দৈর্ঘ্য ৩৭ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছিলো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার।
৫ঃ কুমিল্লা জেলা হয়েও ১৯৭১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত দীর্ঘ ৪০ বছর কুমিল্লা DIG PrisonPrison Headquarter এর অধীনে ছিলো চট্টগ্রাম, নোয়াখালী, বি-বাড়িয়া, কক্সবাজার, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর, রাংগামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলাসমূহ।
৬ঃ কুমিল্লা হাইওয়ে জোনের আঞ্চলিক অফিস আছে। এর অধীনে আছে চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর, রাংগামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলাসমূহ।
৭ঃ কুমিল্লা কর অঞ্চলের আঞ্চলিক অফিস আছে। এর অধীনে আছে, নোয়াখালী, বি-বাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর, জেলাসমূহ।
৮ঃ কুমিল্লা ভ্যাট অফিসের আঞ্চলিক অফিস আছে। এর অধীনে আছে নোয়াখালী, বি-বাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর, জেলাসমূহ।
৯ঃ কুমিল্লা নির্বাচনী অফিসের আঞ্চলিক কার্যালয়ের আছে, এর অধীনে আছে নোয়াখালী, বি-বাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর জেলাসমূহ।
★ কুমিল্লায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর আঞ্চলিক অফিস আছে। এর অধীনে আছে নোয়াখালী, বি-বাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর জেলাসমূহ।
★পলিটেকনিকাল রিজিওনাল অফিস, কুমিল্লা এর অধীনে আছে চট্টগ্রাম, বি-বাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চাঁদপুর, কক্সবাজার, রাংগামাটি, খাগড়াছড়ি, বান্দরবান
★ কুমিল্লায় BNCC এর ময়নামতি রেজিমেন্ট আছে এই রেজিমেন্ট এর অধীনে আছে নোয়াখালী, বি-বাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাসমূহ। ( পুরা বাংলাদেশ সেনা শাখার অধীনে ৫টি রেজিমেন্ট আছে, এর মধ্যে কুমিল্লা একটি)
★কুমিল্লায় আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র আছে। যার অধিন নোয়াখালী, ফেনী, লক্ষীপুর,চাঁদপুর ও বি-বাড়িয়া।
★১৯৭১ থেকে ২০১৩ পযর্ন্ত BGB এর আঞ্চলিক অফিস কুমিল্লা ছিলো, ২০০৯ পিলখানার ঘটনার পর BGB এর আঞ্চলিক অফিস বি-বাড়িয়াতে সরিয়ে নিয়ে যাওয়া হয়
বিজিবি কুমিল্লা সেক্টর সদর এর অধীনে আছেঃ
ক । কুমিল্লা ব্যাটালিয়ন (১০)
খ । ফেনী ব্যাটালিয়ন (৪)
গ । সরাইল ব্যাটালিয়ন (২৫)( বি-বাড়িয়া)
ঘ । সুলতানপুর ব্যাটালিয়ন (৬০) ( বি-বাড়িয়া)
★ RAB 11, CPC 2 কুমিল্লা জেলার অধীনে আছে চাঁদপুর জেলা
★ কুমিল্লায় পল্লী বিদ্যুতের আঞ্চলিক অফিস আছে কুমিল্লা জেলার অধীনে আছে নোয়াখালী, বি-বাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর, জেলাসমূহ ( সারা বাংলাদেশে পল্লী বিদ্যুতায়ন এর মাত্র ৪ টি জোনাল অফিস আছে)
★ কুমিল্লা সড়ক ও জনপদ অধিদপ্তর এর জোনাল অফিস আছে (এর অধীনে আছে নোয়াখালী, বি-বাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর, জেলাসমূহ)
★★ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর আঞ্চলিক অফিস কুমিল্লা এর অধীনে আছে নোয়াখালী, বি-বাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর, জেলাসমূহ।( সারা বাংলাদেশে ৯ টি আছে)
★আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র কুমিল্লা এর অধীনে ৬ আছে নোয়াখালী, বি-বাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর, জেলাসমূহ( সারা বাংলাদেশে ৮ টি আঞ্চলিক অফিস আছে)
★ কুমিল্লা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস আছে, এর অধীনে আছে নোয়াখালী, বি-বাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর, জেলাসমূহ।
★ কুমিল্লায় বিদেশগামীদের মেডিকেল টেস্ট করা হয় এর অধীনে আছে নোয়াখালী, বি-বাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর, জেলাসমূহ।
★ কুমিল্লায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর জোনাল অফিস আছে, এর অধীনে আছে নোয়াখালী, বি-বাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর, জেলাসমূহ।
★ বাংলাদেশের একমাত্র সার্ভে ইন্সটিটিউট আছে কুমিল্লায়।পুরো বাংলাদেশের একমাত্র জরিপ শিক্ষা প্রতিষ্ঠান এর অধীনে পুরো বাংলাদেশ।এতে ৬৪ জেলার শিক্ষার্থী রয়েছে।
★ আঞ্চলিক শ্রম দপ্তর কুমিল্লা এর অধীনে আছে নোয়াখালী, বি-বাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর জেলাসমূহ। ( সারা বাংলাদেশে ৯ টি আছে)
★আঞ্চলিক প্রশিক্ষন কর্মকতার কার্যালয়, কৃষি বিপণন অধিদপ্তর এর অধীনে আছে নোয়াখালী, বি-বাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর জেলাসমূহ।
★কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের এর অধীনে আছে নোয়াখালী, বি-বাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর জেলাসমূহ।
★ মাধ্যমিক ও উচ্চশিক্ষার আঞ্চলিক পরিচালক এর কার্যালয় কুমিল্লা, এর অধীনে আছে নোয়াখালী, বি-বাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর জেলাসমূহ।
★মৎস্য পানি সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস কুমিল্লা, কুমিল্লার অধীনে আছে চট্টগ্রাম, কক্সবাজার, রাংগামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, বি-বাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর জেলাসমূহ।
★ বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী এর আঞ্চলিক কার্যালয় এর অধীনে আছে নোয়াখালী, বি-বাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর জেলাসমূহ। ( সারা বাংলাদেশ এ ৯ টি আছে)
★উপ-পরিচালকের কার্যালয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা।এর অধীনে আছে নোয়াখালী, বি-বাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর জেলাসমূহ।
★কৃষি তথ্য সার্ভিস কৃষি মন্ত্রণালয় কুমিল্লা.এর অধীনে আছে নোয়াখালী, বি-বাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর জেলাসমূহ।
★ আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র কুমিল্লা এর অধীনে আছে নোয়াখালী, বি-বাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর জেলাসমূহ।
★মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট জেলা আঞ্চলিক গবেষণাগার কুমিল্লা, এর অধীনে আছে নোয়াখালী, বি-বাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর জেলাসমূহ।
★ এস এফ ডি এফ আঞ্চলিক কার্যালয় কুমিল্লা, এর অধীনে আছে নোয়াখালী, বি-বাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর জেলাসমূহ।
★ আঞ্চলিক প্রশিক্ষাণ কর্মকতার কার্যালয়, কৃষি বিপণন অধিদপ্তর এর অধীনে আছে নোয়াখালী, বি-বাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর জেলাসমূহ।
★ কুমিল্লা বন বিভাগ এর অধীনে আছে বি-বাড়িয়া, চাঁদপুর জেলা
১৩ঃ কুমিল্লা বাংলাদেশের সর্ববৃহত Cantonment আছে, (২২৩০ একর),
১৪ঃ কুমিল্লা ক্যাডেট কলেজ আছে,
১৫ঃ কুমিল্লায় ১টি সরকারি EPZ, ২ টি বিসিক শিল্প নগরী রয়েছে, ১ টি কোকাকোলা কোম্পানি রয়েছে, মেঘনা Economical Zone , SMC ওরস্যালাইন কোম্পানি ইত্যাদি কুমিল্লায় আছে।
১৬ঃ কুমিল্লায় সরকারি, বেসরকারি মিলে ৬ টা মেডিকেল কলেজ আছে (১ঃ কুমিল্লা মেডিকেল কলেজ, ২ঃ Eastern Medical College, ৩ঃ ময়নামতি মেডিকেল কলেজ, ৪ঃ আর্মি মেডিকেল কলেজ, ৫ঃ সেন্ট্রাল মেডিকেল কলেজ ৬ঃ কুমিল্লা খাইরুননেসা মেডিকেল কলেজ ( প্রস্তাবিত)
★ এছাড়া বৃহত্তর কুমিল্লায়, চাঁদপুর মেডিকেল কলেজ রয়েছে
১৭ঃ কুমিল্লা কেন্দ্রীয় কারাগার আছে,
১৮ঃ কুমিল্লায় ২ টি Nursing College, ২ টি আইন কলেজ, ৪ টি English Medium School, ১ টি প্রতিবন্ধী স্কুল, ২৪টি বিশ্ববিদ্যালয় কলেজ আছে এর মধ্যে উল্লেখযোগ্য, কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজ, এছাড়া জিলা স্কুল, নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ১৯টি, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ৪৬ টি, মাদ্রাসা ৪০০ টি, বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট ১ টি।
১৯ঃ MSB Textile Engineering College ( পদুয়ার বাজার, কুমিল্লা)
২০ঃ ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় ( প্রাইভেট)
★ সিসিএন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি। (প্রাইভেট)
★The University of Cumilla
২২ঃ কুমিল্লায় পাবলিক বিশ্ববিদ্যালয় আছে ( কুমিল্লা বিশ্ববিদ্যালয়)
★এছাড়া বৃহত্তর কুমিল্লায় আছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২৩ঃ কুমিল্লা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট আছে,
২৪ঃ কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজ (সারা বাংলাদেশের মধ্যে ১২ টি আছে, যার একটি আছে কুমিল্লা)
২৫ঃ ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ ( সারা বাংলাদেশে এ ২ টি আছে, একটা কুমিল্লা, আরেকটা চট্টগ্রাম)
২৬ঃ কুমিল্লায় পিটিআই ট্রেনিং ইনিস্টিউট আছে ০১ টি
২৭ঃ কুমিল্লায় এইচএসটিটিআই ইনিস্টিউট আছে ০১ টি
২৮ঃ কুমিল্লায় মেডিকেল এসিসটেন্ট প্রশিক্ষণ কেন্দ্র আছে (সরকারি) ০১ টি
২৯ঃ কুমিল্লায় মেডিকেল এসিসটেন্ট প্রশিক্ষণ কেন্দ্র আছে (বেসরকারি) ০১ টি
৩০ঃ কুমিল্লায় ২টা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে ( CCN University,BAIUST University)
৩১ঃ কুমিল্লা বাংলাদেশের তৃতীয় বৃহত্তর বাখরাবাদ গ্যাস খনি আছে, নোয়খালী ও চট্টগ্রাম বিভাগ এর সকল জেলা কুমিল্লা ব্যাখরাবদের গ্যাস এ চলে।
৩২ঃ কুমিল্লাতে কৃষি গবেষণা কেন্দ্র আছে , কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে, পরমাণু গবেষণা কেন্দ্র আছে।
৩৪ঃ কুমিল্লায় ৫০০ শয্য বিশিষ্ট সরকারি হাসপাতাল আছে, পুরো শহরে সার্বমোট ১০০ শয্যা বিশিষ্ট ICU আছে, নোয়াখালীতে নেই। এছারা কুমিল্লার CMH এ ৫০০ শয্য বিশিষ্ট হাসপাতাল ও ৩০ শয্য বিশিষ্ট ICU আছে, এছাড়া কুমিল্লার অসংখ্য উন্নত প্রাইভেট হসপিটাল আছে এবং একাধিক প্রাইভেট হসপিটাল ICU আছে। এছাড়া সরকারি ডাইবেটিস হসপিটাল,সরকারি Eye হাসপাতাল, IFC FORTIS ( Heart Hospital) আছে। এছাড়া কুমিল্লায় ইবনেসিনা, ল্যাব এইড এর মতো হাসপাতাল আছে
৩৫ঃ কুমিল্লায় বাংলাদেশের তৃতীয় বৃহত্তর ১ টা শপিং মল আছে। যেমন গোমতি টাওয়ার।
৩৬ঃ কুমিল্লায় একাধিক শপিং মলে ৫ টি সিনেপ্লেক্সে এর কাজ চলমান এর মধ্যে Cantonment গোমতী টাওয়ার এ ২ টি এবং কান্দিরপাড়ে ৩টির কাজ চলমান
৩৯ঃ বাংলাদেশের উন্নত শহরের তালিকায় কুমিল্লার অবস্থান ৭ম
৪০ঃ বাংলাদেশের লাইফ লাইন ঢাকা – চট্টগ্রাম নামক হাইওয়েও কিন্তু কুমিল্লার উপর দিয়ে গেছে।
৪১ঃ কুমিল্লা মেট্রোপলিটন পুলিশ (প্রস্তাবিত),
৪২ঃ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বলছে ২০০৫ সাল থেকে ২০২০ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশ এ সবচেয়ে বেশি প্রবাসী আছে কুমিল্লা জেলায় (১ম) ।
৪৩ঃ কুমিল্লাতে BARD এবং 2nd world War Cemetery, শালবন বিহার, ময়নামতি যাদুঘর, ময়নামতি রানীর প্রাসাদ, রুপবান মুড়া, ম্যাজিক প্যারাডাইস, Blue water park, Dino park, ধর্মসাগর, রূপসাগর আছে
৪৪ঃ কুমিল্লাতে শেখ রাসেল IT Park আছে
৪৫ঃ কুমিল্লাতে ব্রিটিশ কাউন্সিল আছে
৪৬ঃ কুমিল্লা একমাত্র জেলা শহর হয়েও BPL Team আছে,
৪৭ঃ কুমিল্লাতে গলফ ক্লাব আছে
৪৮ঃ কুমিল্লায় বিমানবন্দর বা Airport আছে ও সক্রিয় রাডার আছে কিন্তু চলাচল স্থগিত।
৪৯ঃ কুমিল্লা ৫০০ কোটি টাকা আন্তর্জাতিক স্টেডিয়াম হচ্ছে( লালমাই)
৫০ঃ কুমিল্লায় জনতা ব্যাংকের বিভাগীয় শাখা আছে,
৫১ঃ কুমিল্লায় HSBC আন্তর্জাতিক ব্যাংকের শাখা আছে। ও একটি ATM Both আছে।
৫২ঃ ব্যানিজ্যিক সব ব্যাংক এর শাখার হিসাবে কুমিল্লা পাঁচ নাম্বার ।
৫৩ঃ কুমিল্লায় ৫০ ( সরকারি + বেসরকারি) টি ব্যাংক এর ১০১ টি শাখা রয়েছে । কুমিল্লায় ATM Both আছে ১২০ টি
৫৫ঃ বাংলাদেশের একমাত্র সমবায় কলেজ আছে কুমিল্লায়।
৫৬ঃ কুমিল্লায় জেলা স্কুল, ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ও ইস্পাহানি কলেজ আছে।
৫৮ঃ কুমিল্লা লাকসাম উপজেলায় রেলওয়ে থানা আছে , এছাড়া এটি বাংলাদেশর অন্যতম বৃহত্তর রেলওয়ে জংশন ,
৫৯ঃ কুমিল্লায় বাংলাদেশ বেতার কেন্দ্র আছে (লালমাই)
বৃহত্তর কুমিল্লায় রেলওয়ে জংশন
★ কুমিল্লা লাকসাম রেলওয়ে জংশন
★আখাউরা রেলওয়ে জংশন ( বি-বাড়িয়া)
বৃহত্তর কুমিল্লায় নদীবন্দর সমূহ
★ দাউদকান্দি নদীবন্দর
★ আশুগঞ্জ নদীবন্দর
★ চাঁদপুর নদীবন্দর
বৃহত্তর কুমিল্লায় স্থলবন্দর সমূহ
★কুমিল্লায় বিবির বাজার স্থল বন্দর আছে,
★ আখাউড়া স্থলবন্দর ( বৃহত্তর কুমিল্লা)
বৃহত্তর কুমিল্লার গ্যাসের খনি
★ বাখরাবাদ গ্যাস Distribution Company Ltd. ( কুমিল্লা)
★ তিতাস গ্যাস Distribution Company Ltd.( বি-বাড়িয়া)
★মেঘনা গ্যাস ফিল্ড (বাঞ্ছারামপুর, বি-বাড়িয়া)
★সালদা গ্যাস ফিল্ড বি-বাড়িয়া
★শ্রীকাইল গ্যাস ফিল্ড( কুমিল্লা)
★বাঙ্গরা গ্যাস ফিল্ড( কুমিল্লা)
★লালমাই গ্যাস ফিল্ড( কুমিল্লা)
বৃহত্তর কুমিল্লার বিদ্যুৎ কেন্দ্র
★ আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র ( বি-বাড়িয়া)
★ লাকডানাহাবি বাংলা বিদ্যুৎকেন্দ্র ( কুমিল্লা)
★ দেশ এনার্জি বিদ্যুৎকেন্দ্র ( চাঁদপুর)
বৃহত্তর কুমিল্লার বিশিষ্ট ব্যক্তি, যাদের পরিচয়ে কুমিল্লা
★বাংলা ভাষার জন্য পাকিস্তান গনপরিষদে প্রথম দাবি করেন ধীরেন্দ্রনাথ দত্ত এর বাড়ী কুমিল্লা
★নওয়াব ফয়জুন্নেছার বাড়ী,কুমিল্লা
★ভারতের বিশিষ্ট খেলোয়ার. সৌরভ গাঙ্গুলীর বাড়ী কুমিল্লা।
★BARD এর প্রতিষ্ঠাতা আখতার হামিদ খানের বাড়ি কুমিল্লা
★ ইস্টবেঙ্গল রেজিমেন্ট এর প্রতিষ্ঠাতা মেজর আব্দুল গণি সাহেবের বাড়ি কুমিল্লায়।
★কবি কাজী নজরুল ইসলামের শশুড়বাড়ী, কুমিল্লা
★সুর সম্রাট শচীন দেব বর্মনের এর বাড়ি কুমিল্লা
★কবি সুফিয়া কামাল ও কামাল চৌধুরীর বাড়ী, কুমিল্লা
★বিশিষ্ট লেখক মোতাহের হোসেন এর বাড়ি, কুমিল্লা
★ভাষা সৈনিক আবদুল জলিল সাহেবের, বাড়ি, কুমিল্লা
★ব্যাকরণবিদ হরলাল রায় এর বাড়ি কুমিল্লা।
★ অর্থমন্ত্রী, আ হ ম মোস্তফা কামাল এর বাড়ী, কুমিল্লা।
★ LGRD মন্ত্রী জনাব তাজুল ইসলাম এর বাড়ি কুমিল্লা
★স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এর বাড়ি বৃহত্তর কুমিল্লা (বি-বাড়িয়া)
★শিক্ষামন্ত্রী দীপু মনির বাড়ি বৃহত্তম কুমিল্লা ( চাঁদপুর)
★ আইনমন্ত্রী আনিসুল হক এর বাড়ি বৃহত্তর কুমিল্লা
★ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এর বাড়ী, কুমিল্লা
★ সাবেক সফল আইনমন্ত্রী এডভোকেট
আব্দুল মতিন খসরু’র বাড়ি কুমিল্ল।
★সাবেক মৎসমন্ত্রী বৃহত্তর কুমিল্লার ( বি-বাড়িয়া)
★ সাবেক খাদ্যমন্ত্রী বৃহত্তর কুমিল্লার, ( বি-বাড়িয়া)
★ কাজী জাফর আহমেদ, বাংলাদেশের ৮ম প্রধানমন্ত্রী
★নারায়ণগঞ্জের MP শামীম ওসমানের পৈতৃক ও দাদার বাড়ি কুমিল্লা (দাউদকান্দি উপজেলার, জামালকান্দি গ্রামে)
★ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের পৈতৃক বাড়ি কুমিল্লা।
★সাবেক প্রধান বিচারপতির বাড়ী, কুমিল্লা
★সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ সাহেবের বাড়ি কুমিল্লা ,
★সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া, দাউদকান্দি, কুমিল্লা।
★বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মাওলানা মিজানুর রহমান আজহারির বাড়িও কুমিল্লা
★ নৌবাহিনী প্রধান এডমিরিয়াল আবু তাহের বাড়ী, কুমিল্লা।
★ শিল্পী আসিফ আকবর এর বাড়ি কুমিল্লা।
★ নায়ক ফেরদৌস এর বাড়ি কুমিল্লা।
★ নায়ক আলমগীর এর বাড়ি বৃহত্তর কুমিল্লা।
★গায়কঃ ‘আখি আলমগীর, আরেফীন রুমী, পড়সী বৃহত্তর কুমিল্লার ( বি-বাড়িয়া)
★বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল শহিদ হয়েছেন বৃহত্তর কুমিল্লার (ব্রাহ্মণবাড়িয়ায়)
★বাংলার ক্রিকেট এর লিটল মাষ্টার ‘আশরাফুল’ এর বাড়ি বৃহত্তর কুমিল্লার ( বি-বাড়িয়ায়)
★মোটিভেশনাল স্পিকার ‘সোলায়মান সোখন’ এর বাড়ি বৃহত্তর কুমিল্লার ( বি-বাড়িয়ায়)
★কবি বুদ্ধদেব বসুর বাড়িও কুমিল্লায়
★বাঙালি বৌদ্ধ পন্ডিত শীলভদ্রের বাড়িও কুমিল্লায়।
★ক্ষুদিরাম এর বাড়ি বৃহত্তর কুমিল্লার
★ ড. প্রাণ গোপাল দত্ত, মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত চিকিৎসক ও সংসদ সদস্য, এর বাড়ি কুমিল্লা
★ কুমিল্লার উন্নয়ন এর অগ্রদুত আকম হাজি বাহার উদ্দিন বাহার এর বাড়ি কুমিল্লা।
বৃহত্তর কুমিল্লার যেসব শিল্পপতীদের বাড়ি।
( কুমিল্লা – ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর)
★ কুমিল্লায় সরকারি ১ টা EPZ ও ২ টা বিসিক শিল্প নগরী আছে।
★ মেঘনা গ্রুপ এর মালিক, মোস্তফা কামাল এর বাড়ি কুমিল্লা চৌদ্দগ্রাম।
★ SMC ওরস্যালাইন কোম্পানির মালিক ডা. রফিকুল ইসলাম এর বাড়ি কুমিল্লা, চৌদ্দগ্রাম।
★বাংলাদেশের কোকাকোলা Francaise কোম্পানি এর মালিক আব্দুল মুমেন এর বাড়ি বৃহত্তর কুমিল্লা।
★ মেঘনা সিমেন্ট লিমিটেড এর বাড়ি বৃহত্তর কুমিল্লা
★ দৈনিক কালের কন্ঠ পত্রিকার মালিকের এর বাড়ি বৃহত্তর কুমিল্লা
★ফ্রেশ সিমেন্ট, ফ্রেশ পানি এর মালিকের বাড়ি কুমিল্লা
★আশুগঞ্জ সার কারখানা এর মালিকের বাড়ি বৃহত্তর কুমিল্লা
★বিসিক শিল্প নগরী বাবুরহাট,(চাঁদপুর) বৃহত্তর কুমিল্লা
★ আব্দুল মুমেন অর্থনৈতিক অঞ্চল, দাউদকান্দি, কুমিল্লা
★ শাহ সিমেন্ট এর মালিকের বাড়ি বৃহত্তর কুমিল্লা
★ চ্যানেল ২৪ এর মালিকের বাড়ি বৃহত্তর কুমিল্লা
★ সময় টিভির মালিকের বাড়ি বৃহত্তর কুমিল্লা
★ প্রথম আলো পত্রিকার মালিক, লতিফুর রহমান এর বাড়ি চৌদ্দগ্রাম, কুমিল্লা।
★ KFC Francaise, Pepsi, 7UP, Marinda, Mountain Due এর মালিক ট্রানসক্রম গ্রুপ, আর ট্রান্সকম গ্রুপের মালিকের বাড়ি ( লতিফুর রহমান) চৌদ্দগ্রাম কুমিল্লা
★ নর্থ সাউথ উনিভার্সিটির কর্নধরনের অন্যতম একজনের বাড়ি বৃহত্তর কুমিল্লা।
★ড্যাফোডিল ইউনিভার্সিটির মালিকের বাড়ি বৃহত্তর কুমিল্লা।
★ক্যামব্রিয়ান কলেজ এর মালিকের বাড়ি বৃহত্তর কুমিল্লা।
★বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা বৃহত্তর কুমিল্লায়
★ সবচেয়ে বড় রেলওয়ে জংশন বৃহত্তর কুমিল্লার বি-বাড়িয়া
★আখাউড়া স্থলবন্দর বৃহত্তর কুমিল্লায়
★আশুগঞ্জ নৌবন্দর বৃহত্তর কুমিল্লা
★ এছাড়া ওরিয়ন গ্রুপ, ট্রান্সকম গ্রুপ, ল্যাব এইড হাসপাতাল, নাবিস্কো গ্রুপ, ফ্যাবিনা গ্রুপ, রূপসা গ্রুপ, নোভা এয়ার গ্রুপ, রিল্যানস গ্রুপ, নাসা গ্রুপ , ঢাকা গ্রুপ, হামিম গ্রুপ, কেবিয়ানা গ্রুপ, বিকন ফার্মা, RAK সিরামিক, SK Pharmacitical , উত্তরা মটরস, মাছিহাতা, বিটপি,মিল্লাত, তিব্বত, এস এম, সালদা ও নবীনগর গ্যাস, কিউট গ্রুপ , পুলার আইসক্রিম, ভাইয়া গ্রুপ, কাউস ক্যামিকেল, আমানত শাহ লুংগি, স্ট্যান্ডার্ড লুংগি, লালমাই গ্রুব, নবয়ার গ্রুপ, লিব্রা গ্রুপ, টেকনো গ্রুপ, কহিনুর ক্যামিকাল, এস এম গ্রুপ, আর এ কে, কাম্ব্রিয়ান, হামিম গ্রুপ, হেলাল ব্রাদারস,
এছাড়া আমাদের কুমিল্লা রসমালাই ও খাদি কাপড়ের জন্য বিখ্যাত
# বাংলাদেশের মৎস্য চাষের ৩২% মাছ উৎপাদন হয় আমাদের কুমিল্লায়।
# বাংলাদেশের মধ্যে কুমিল্লা জেলাতেই রেমিট্যান্স যোদ্ধা
সবচেয়ে বেশি। রেমিটেন্স আয়কারী জেলাগুলোর মধ্যে ১ম কুমিল্লা
# বাংলাদেশের একমাত্র জেলা হয়েও বাংলাদেশ BPL এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামে Team আছে।
আরও পড়ূনঃ
ঢাকার মধ্যে দর্শনীয় স্থান
ঢাকার মধ্যে দর্শনীয় স্থান
কুমিল্লা জেলার ইতিহাস কুমিল্লা জেলার ইতিহাস কুমিল্লা জেলার ইতিহাস
কুমিল্লা জেলার ইতিহাস কুমিল্লা জেলার ইতিহাস কুমিল্লা জেলার ইতিহাস কুমিল্লা জেলার ইতিহাস কুমিল্লা জেলার ইতিহাস কুমিল্লা জেলার ইতিহাস কুমিল্লা জেলার ইতিহাস কুমিল্লা জেলার ইতিহাস কুমিল্লা জেলার ইতিহাস কুমিল্লা জেলার ইতিহাস
1 thought on “কুমিল্লা জেলার ইতিহাস এবং খুটিনাটি || History of Cumilla”
Pingback: জাতীয় সংসদ আসন কুমিল্লা | 11 Parliament seats in Cumilla - Info Guide Bd