জাতীয় সংসদ আসন নোয়াখালী: নোয়াখালী জেলায় ৯ টি উপজেলায় মোট ৬ টি সংসদীয় আসন রয়েছে এর মধ্যে সোনাইমুড়ি উপজেলা দুটি আসনের মধ্যে রয়েছে , নিচে সবগুলো আসন ও এলাকার নাম সহ দেয়া হলোঃ
জাতীয় সংসদ আসন নোয়াখালী
নোয়াখালী-১ | চাটখিল উপজেলা এবং সোনাইমুড়ি উপজেলা (বারগাঁও, অম্বরনগর ও নাটেশ্বর ইউনিয়ন ব্যতীত) |
নোয়াখালী-২ | সোনাইমুড়ি উপজেলার বারগাঁও, অম্বরনগর ও নাটেশ্বর ইউনিয়ন এবং সেনবাগ উপজেলা |
নোয়াখালী-৩ | বেগমগঞ্জ উপজেলা |
নোয়াখালী-৪ | নোয়াখালী সদর উপজেলা এবং সুবর্ণচর উপজেলা |
নোয়াখালী-৫ | কবিরহাট উপজেলা এবং কোম্পানীগঞ্জ উপজেলা |
নোয়াখালী-৬ | হাতিয়া উপজেলা |
জাতীয় সংসদ আসন নোয়াখালী –
তথ্য সহযোগীতায়ঃ বাংলাদেশ নির্বাচন কমিশন
রংপুর বিভাগের জাতীয় সংসদ আসন সংখ্যা ৩৩ টি ।
রাজশাহী বিভাগের জাতীয় সংসদ আসন সংখ্যা ২৯ টি ।
খুলনা বিভাগের জাতীয় সংসদ আসন সংখ্যা ৩৬ টি ।
বরিশাল বিভাগের জাতীয় সংসদ আসন সংখ্যা ২১ টি ।
ময়মনসিংহ বিভাগের জাতীয় সংসদ আসন সংখ্যা ২৪ টি ।
ঢাকা বিভাগের জাতীয় সংসদ আসন সংখ্যা ৭০ টি ।
সিলেট বিভাগের জাতীয় সংসদ আসন সংখ্যা ১৯ টি ।
চট্টগ্রাম বিভাগের জাতীয় সংসদ আসন সংখ্যা ৫৮ টি ।
বাংলাদেশের ৩০০ তম সংসদিয় আসন কোনটি?
উত্তরঃ পার্বত্য বান্দরবান
বাংলাদেশের ১ নং সংসদিয় আসন কোনটি ?
উত্তরঃ পঞ্চগড় -১ , তেঁতুলিয়া উপজেলা, পঞ্চগড় সদর উপজেলা এবং আটোয়ারী উপজেলা
বাংলাদেশের জাতীয় সংসদ আসন কয়টি ?
উত্তরঃ ৩৫০ টি এর মধ্যে ৩০০ টি নির্বাচনীয় এবং ৫০ টি মহিলা দের জন্য সংরক্ষিত আসন ।
ঢাকা বিভাগের জাতীয় সংসদ আসন কয়টি ?
উত্তরঃ ৭০ টি
চট্টগ্রাম বিভাগের জাতীয় সংসদ আসন কয়টি?
উত্তরঃ ৫৮ টি
আরও পড়ুনঃ
কুমিল্লা জেলার সংসদীয় আসন
1 thought on “জাতীয় সংসদ আসন নোয়াখালী – 6 Parliamentary seats in Noakhali”
Pingback: জাতীয় সংসদ আসন ফেনী - 3 Parliamentary seats in Feni - Info Guide Bd