বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম কিভাবে যাবেন ?(how to go Bangabandhu Military museum )

বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিজয় সরণিতে অবস্থিত একটি জাদুঘর। জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর ইতিহাস, ঐতিহ্য, সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্র-শস্ত্রের সংগ্রহ নিয়ে জাদুঘরটি সজ্জিত.

১৯৮৭ সালে এই মিউজিয়াম টি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৯ সালে এটিকে বিজয় স্মরনী তে স্থানান্তর করা হয় । ২০০৯ সালে এই মিউজিয়ামটিকে আধুনিকায়ন করার সিদ্ধান্ত নেয়া হয় পরে ২০১০ সালে এটিকে বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম থেকে  বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম নামে পরিবর্তন করা হয়

বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম টিকেট এর দামঃ

জনসাধারণের জন্য ১০০ টাকা টিকেট মূল্য তবে ৫ বছরের নিচের বাচ্চাদের জন্যে প্রবেশ ফী নেই তারা ফ্রী তে ভিজিট করতে পারবে ।
দক্ষিন এশিয়ার সার্ক ভুক্ত দেশগুলোর মানুষদের জন্যে ৩০০ টাকা এবং বিদেশী নাগরিকদের জন্যে ৫০০ টাকা।

বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম এর প্রবেশের সময়ঃ

বলে  রাখা ভাল যে এই মিউজিয়ামটি মোট দুই শিফটে চালু হয়

সকালের শিফটঃ ১০ টা থেকে দুপুর ১ টা ( বুধবার এবং শুক্রবার ব্যাতিক্রম)

বিকালের শিফটঃ বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা

সাপ্তাহিক বন্ধঃ বুধবার
অনলাইন টিকেট কাটুনঃ
https://bangabandhumilitarymuseum.com/visitor/registration

অনলাইনে ৩ দিন আগে থেকে টিকেট কাটা যাবে ।

 মিলিটারি মিউজিয়াম যেভাবে যাবেনঃ

ঢাকার যেকোন জায়গা থেকে সিএনজি বা লোকাল বাসে করে বিজয় স্মরণী নভোথিয়েটার এর কাছে আসলে পেয়ে যাবেন মিলিটারি মিউজিয়াম। তবে সংসদ ভবন বা চন্দ্রিমা উদ্যান হয়ে রিক্সায় ও আসতে পারবেন।

বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম এ দেখার মত যা যা আছেঃ

  • আর্ট গ্যালারি
  • ব্রিফিং রুম
  • স্যুভেনির শপ
  • মাল্টিপারপাস হল
  • সিনেপ্লেক্স
  • সেমিনার হল
  • এক্সিবিশন হল
  • তোশাখানা জাদুঘর
  • আর্মি গ্যালারি
  • নেভি গ্যালারি
  • বিমাবাহিনি গ্যালারি
  • কফি শপ
  • রেস্টুরেন্ট

 

বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম কোথায়?
– বিজয় স্মরনী তে অবস্থিত

মিলিটারি মিউজিয়াম কোন কোন দিন বন্ধ থাকে?
– বুধবার এবং শুক্রবার
মিলিটারি মিউজিয়াম কিভাবে যাবো?
– ঢাকার যেকোন স্থান থেকে বাস বা সি এনজি করে আসতে পারবেন !
মিলিটারি মিউজিয়ামের প্রবেশ মূল্য কত?
– ১০০ টাকা টিকেট মূল্য তবে ৫ বছরের নিচে বাচ্চাদের জন্যে ফ্রী

বিশেষ দ্রষ্টব্যঃ জাতীয় ছুটির দিনে এই মিউজিয়াম বন্ধ থাকে !

আরও পড়তেঃ বঙ্গবন্ধু সাফারি পার্ক 

 

 

 

Share this post

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Telegram
Tumblr

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Popular posts