বিশ্বকাপে বাংলাদেশের দল: ২০২৩ বিশ্বকাপ মঞ্চ মাতানোর জন্য বাংলাদেশ দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে , এই স্কোয়াডে রয়েছেন ৫ জন পেসার এবং দুজন স্পেশালাইজড স্পিনার তাছাড়া মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের মত বিশ্বমানের অলরাউন্ডার । সাকিব আল হাসান অধিনায়ক এবং নাজমুল হাসান শান্ত কে সহ-অধিনায়ক করে এই দল ঘোষণা করা হয়েছে ।
বিশ্বকাপে বাংলাদেশের দল – বাংলাদেশ স্কোয়াড – ১৫ সদস্যের দল
- সাকিব আল হাসান (অধিনায়ক),
- নাজমুল হোসেন (সহ-অধিনায়ক),
- লিটন দাস,
- তানজিদ হাসান,
- তাওহিদ হৃদয়,
- মুশফিকুর রহিম,
- মাহমুদউল্লাহ,
- মেহেদী হাসান মিরাজ,
- নাসুম আহমেদ,
- মেহেদী হাসান,
- তাসকিন আহমেদ,
- মোস্তাফিজুর রহমান,
- হাসান মাহমুদ,
- শরীফুল ইসলাম
- তানজিম হাসান।
আরও পড়ুনঃ
ফুটবল বিশ্বকাপের গোল্ডেন বুট উইনার দের তালিকা
bangladesh world cup squad 2023 – বাংলাদেশ দল ঘোষণা – বিশ্বকাপ স্কোয়াড ২০২৩ – বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড ২০২৩ – bangladesh world cup squad – ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ – বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ বাংলাদেশ স্কোয়াড