২০২২ ফিফা আয়োজিত কাতার বিশ্বকাপ এর জন্য ব্রাজিল ও আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড:
ব্রাজিলের ২৬ সদস্যের দলঃ
গোলকিপারঃ
- আলিসন বেকার
- এডারসন
- ওয়েভারটন
ডিফেন্ডারঃ
- থিয়াগো সিলভা
- মারকুইনস
- এদের মিলিতাও
- ব্রেমার
- দানি আলভেজ
- দানিলো
- আলেক্স সান্দ্রো
- আলেক্স তেলেস
মিডফিল্ডারঃ
- ক্যাসিমেরো
- ফ্যাবিনহো
- ব্রুনো গুইমেরেস
- ফ্রেড
- লুকাস পাকুয়েতা
- এভারটোন রিবেরিও
ফরওয়ার্ডঃ
- নেইমার জুনিয়র
- ভিনিসিয়াস জুনিয়র
- গ্যাব্রিয়েল জেসুস
- এন্টোনি
- রাপিনহা
- রিচারলিসন
- গ্যাব্রিয়েল মারটিনেল্লি
- রদ্রিগো
- পেড্রো
এইবার বিশ্বকাপে প্রথমবারের মত ২৬ সদস্যের দল নিয়ে টিম সাজানো হচ্ছে এর আগের সব বিশ্বকাপেই ২৩ জন প্লেয়ার ছিল এবং এইবার ৫ জন খেলোয়াড় বদলি হিসেবে মাঠে নামতে পারবে যা ইতিহাসে প্রথম ।
আর্জেন্টিনার ২৬ সদস্যের দলঃ
গোলকিপারঃ
- এমিলিয়ানো মারটিনেজ
- জিওরনিমো রুল্লি
- ফ্রাঙ্কো আরমনি
ডিফেন্ডারঃ
- নাহুয়েল মলিনা
- গঞ্জালো মন্টিয়েল
- ক্রিশ্চিয়ান রোমেরো
- জার্মান পিজ্জেলা
- নিকোলাস ওতামেন্দি
- লিসান্দ্রো মারটিনেজ
- মারকাস একয়েনো
- নিকোলাস টেগলিয়াফেকো
- হুয়ান ফয়েথ
মিডফিল্ডারঃ
- রদ্রিগো ডি পল
- লিয়ান্দ্রো পারেদেস
- আলেক্সিস ম্যাক এলিস্টার
- গুইদো রদ্রিগেজ
- পাপু গোমেজ
- এনজো ফারনান্দেস
- প্যালাসিওস
ফরওয়ার্ডঃ
- লিওনেল মেসি
- লাউতারো মারটিনেজ
- পাওলো দিবালা
- এঙ্গেল ডিমারিয়া
- জুলিয়ান আল্ভারেজ
- নিকোলাস গঞ্জালেস
- হোয়াকিন কোরেয়া
কাতার বিশ্বকাপের সময়সূচী দেখুন
কাতার বিশ্বকাপের সকল দল
ব্রাজিল ও আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার সাথে সাথেই এটি নির্ভুল ভাবে দেয়া হয়েছে ।