এইবারের ক্রিকেট বিশ্বকাপ আসরের অন্যতম ফেভারিট ভারতের বিশ্বকাপ দল ঘোষনা হয়ে গেছে ইতিমধ্যেই , দলে রয়েছে বিশ্বের সেরা বোলার এবং ব্যাটিং কম্বিনেশন , তাছাড়া রয়েছে হার্দিক পান্ডীয়ার মত পেস অলরাউন্ডার তাই বলাই চলে বিশ্বকাপের অন্যতম দাবীদাত ভারত , তাছাড়া এই বিশ্বকাপের আয়োজক ও তারা
ভারতের বিশ্বকাপ দল – India’s world cup squad
- রোহিত শর্মা (অধিনায়ক),
- হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক),
- শুবমান গিল,
- বিরাট কোহলি,
- শ্রেয়াস আইয়ার,
- লোকেশ রাহুল,
- ঈশান কিষান,
- সূর্যকুমার যাদব,
- রবীন্দ্র জাদেজা,
- রবিচন্দ্রন অশ্বিন,
- কুলদীপ যাদব,
- শার্দুল ঠাকুর,
- যশপ্রীত বুমরা,
- মোহাম্মদ শামি ও
- মোহাম্মদ সিরাজ।
ভারতের বিশ্বকাপ স্কোয়াড – ভারতের চুড়ান্ত স্কোয়াড – ভারতের দল ক্রিকেট বিশ্বকাপে
আরও পড়ুনঃ
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড