ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন: জমি সংক্রান্ত অপরাধ ঠেকাতে আইন করছে সরকার। ইতোমধ্যে জমি সংক্রান্ত ২২ ধরনের অপরাধ চিহ্নিত করে আইনের খসড়া তৈরি করে- তা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
যে ২২টি অপরাধ চিহ্নিত করা হয়েছে, সেগুলো নিচে দেওয়া হলো- ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন
১. অন্যের জমির মালিক হতে জাল দলিল তৈরি।
২. মালিকানার অতিরিক্ত জমির দলিল করা।
৩. মালিকানার অতিরিক্ত জমি লিখে নেওয়া।
৪. আগে বিক্রি বা হস্তান্তর গোপন করে জমি বিক্রি।
৫. বায়না করা জমি আবার বিক্রি করতে চুক্তি করা।
৬. ভুল বুঝিয়ে দানপত্র ইত্যাদি তৈরি করা।
৭. সহ-উত্তরাধিকারীকে ঠকিয়ে নিজের অংশের চেয়ে বেশি জমি নিজের নামে দলিল করে নেওয়া।
৮. সহ-উত্তরাধিকারীকে ঠকিয়ে নিজের অংশের চেয়ে বেশি জমি বিক্রি করা।
৯. অবৈধ দখল।
১০. সহ-উত্তরাধিকারীর জমি জোরপূর্বক দখলে রাখা।
১১. অবৈধভাবে মাটি কাটা, বালি উত্তোলন ইত্যাদি।
১২. জলাবদ্ধতা সৃষ্টি করা।
১৩. বিনা অনুমতিতে ভূমির উপরের স্তর (টপ সয়েল) কেটে নেওয়া।
১৪. অধিগ্রহণের আগে জমির মূল্য বাড়ানোর উদ্দেশ্যে অতিরিক্ত মূল্যে দলিল নিবন্ধন।
১৫. জনসাধারণের ব্যবহার্য, ধর্মীয় বা দাতব্য প্রতিষ্ঠানের জমি দখল।
১৬. বিনা অনুমতিতে পাহাড় বা টিলার পাদদেশে বসতি স্থাপন।
১৭. আবাসন খাতের ডেভেলপারের জমি, ফ্ল্যাট হস্তান্তর ইত্যাদি সম্পর্কিত অপরাধ।
১৮. সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের জমি ইত্যাদি বেআইনি দখল।
১৯. নদী, হাওর, বিল ও অন্যান্য জলাভূমির শ্রেণি পরিবর্তন।
২০. অবৈধ দখল গ্রহণ ও দখল বজায় রাখতে পেশীশক্তি প্রদর্শন।
২১. পাশ্ববর্তী ভূমি মালিকের জমির ক্ষতি করা।
২২. অপরাধ সংঘটনে সহায়তা বা প্ররোচনা ইত্যাদি।
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন । ভুমি আইন ২০২২ । ভুমি সংক্রান্ত অপরাধ । ভুমি দখল আইন
তথ্যসুত্রঃ ভুমি অফিস ওয়েবসাইট
আরও পড়ূনঃ
1 thought on “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন -2022”
Pingback: বাংলাদেশের সংবিধানের ১৭ টি সংশোধনী - 17 Amendments of Bangladesh Constitutions - Info Guide Bd