যমুনা ফিউচার পার্ক ঢাকা শহরের বসুন্ধরা আবাসিক এলাকার মুখে অবস্থিত একটি বহুতল বিশিষ্ট আধুনিক শপিনং মল ।প্রায় ৪,১০০,০০০ বর্গফুট আয়তনের এই শপিং মলটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল হিসাবে পরিচিত।যমুনা বিল্ডার্স লিঃ ২০০২ সালে এই স্থাপনাটি তৈরির কাজ শুরু করে এবং ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর তা সর্ব-সাধারণের জন্য খুলে দেয়।যমুনা ফিউচার পার্ক এর শুরুতে রয়েছে রাইডের ব্যাবস্থা । মোট ৬ টি রাইড রয়েছে
দেশী বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের শো রুম , ফুড কোর্ট ,রেস্টুরেন্ট , সিনেমা হল ও প্লেয়ারস জোন রয়ছে । কেনাকাটা বা প্রয়োজনীয় কাজ ছাড়া ও এই শপিং মলে অনেক মানুষ ঘুরতে এসে থাকে ।
Jamuna Future Park
Jamuna Group has established Jamuna Future Park (JFP), Asia’s largest lifestyle shopping and entertainment complex in Bangladesh. Recognizing the substantial gap that exists for value driven shopping malls, Jamuna group has developed international standard shopping mall to offer consumers trendy, brand driven, safe and luxurious shopping experience at an extremely attractive and affordable price.
যমুনা ফিউচার পার্ক যেভাবে যাবেনঃ
কুড়িল বিশ্বরোড থেকে সবচেয়ে সহজ উপায়ে আসতে পারবেন , এয়ারপোর্ট গামী যেকোন লোকাল বাস দিয়ে কুড়িল নেমে রিক্সায় ১০ মিনিটে আসতে পারবেন । তাছাড়া ঢাকা শহরের যেকোন জায়গা থেকে সিএনজি করে একদম যমুনার সামনে নামতে পারবেন ।
যাত্রাবাড়ি ,সায়েদাবাদ, মালিবাগ, কমলাপুর থেকে যেতে চাইলে রাইদা, অনাবিল , তুরাগ এসব লোকাল বাসে করে যমুনা ফিউচার পার্ক এর গেইটের সামনে নামতে পারবেন ।
সময়সুচিঃ
সাপ্তহিক বন্ধ থাকে বুধবার ।
তাছাড়া সপ্তাহের বাকি ৬ দিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকে ।
Contact:
KA-244, Kuril, Progoti Shoroni, Dhaka
Email: info@jamunafuturepark.com
Phone: 01937 – 400205
You may also read:
মিলিটারি মিউজিয়াম যাওয়ার উপায়
1 thought on “যমুনা ফিউচার পার্ক কিভাবে যাবেন || Jamuna Future Park”
Pingback: সুবর্ণগ্রাম রিসোর্ট ভ্রমণ বিস্তারিত - Subornogram Resort & Amusement Park - Info Guide Bd