সোনার তরী- Sonar Tori কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর বিখ্যাত কাব্যগ্রন্থ ” সোনার তরী ” এর প্রথম কবিতা , এটি বাংলা ১৩০০ সনে প্রকাশিত হয় সাধনা পত্রিকায়
সোনার তরী- Sonar Tori
গগনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে আছি, নাহি ভরসা।
রাশি রাশি ভারা ভারা
ধান কাটা হল সারা,
ভরা নদী ক্ষুরধারা
খরপরশা।
কাটিতে কাটিতে ধান এল বরষা।
একখানি ছোটো খেত, আমি একেলা,
চারি দিকে বাঁকা জল করিছে খেলা।
পরপারে দেখি আঁকা
তরুছায়ামসীমাখা
গ্রামখানি মেঘে ঢাকা
প্রভাতবেলা–
এ পারেতে ছোটো খেত, আমি একেলা।
গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে,
দেখে যেন মনে হয় চিনি উহারে।
ভরা-পালে চলে যায়,
কোনো দিকে নাহি চায়,
ঢেউগুলি নিরুপায়
ভাঙে দু-ধারে–
দেখে যেন মনে হয় চিনি উহারে।
ওগো, তুমি কোথা যাও কোন্ বিদেশে,
বারেক ভিড়াও তরী কূলেতে এসে।
যেয়ো যেথা যেতে চাও,
যারে খুশি তারে দাও,
শুধু তুমি নিয়ে যাও
ক্ষণিক হেসে
আমার সোনার ধান কূলেতে এসে।
যত চাও তত লও তরণী-‘পরে।
আর আছে?– আর নাই, দিয়েছি ভরে।
এতকাল নদীকূলে
যাহা লয়ে ছিনু ভুলে
সকলি দিলাম তুলে
থরে বিথরে–
এখন আমারে লহ করুণা করে।
ঠাঁই নাই, ঠাঁই নাই– ছোটো সে তরী
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
শ্রাবণগগন ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে
রহিনু পড়ি–
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।
— সমাপ্ত
সোনার তরী কবিতা আবৃত্তি
সোনার তরী’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর :- সাধনা পত্রিকায় ১৩০০ বঙ্গাব্দে আষাঢ় সংখ্যায়।
আরও পড়ূনঃ কাজী নজরুলের বিদ্রোহী কবিতা
1 thought on “সোনার তরী- Sonar Tori – রবীন্দ্রনাথ ঠাকুর”
Pingback: কবর কবিতা - পল্লীকবি জসীম উদ্দিন - Info Guide Bd