২ হাজার টাকা কর দিতে হবে যাদেরঃ একনজরে জাতীয় বাজেট ২০২৩-২৪

 বর্তমানে দেশে ৮৮ লাখ মানুষের টিআইএন রয়েছে। তাদের মধ্যে আয়কর রিটার্নের প্রমাণ জমা দিয়েছেন ৩২ লাখ মানুষ। জাতীয় সংসদে পেশ করা বাজেট বক্তব্য অনুযায়ী, মূলত যারা ৩৮ ধরনের সরকারি সেবা নেবেন, তাদেরকে কর শনাক্তকরণ নম্বরের (টিআইএন) সঙ্গে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণও জমা দিতে হবে। প্রস্তাবটি পাস হলে যারা এসব সেবা নেওয়ার জন্য আয়কর রিটার্নের প্রমাণ জমা দেবেন, করমুক্ত আয়সীমার নিচে আয় থাকলেও তাদের এই ন্যূনতম ২ হাজার টাকা কর দিতে হবে।

যেসব ক্ষেত্রে আয়কর রিটার্নের প্রমাণ জমা দিতে হবে  বা ২ হাজার টাকা কর দিতে হবে

১. ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫ লাখ টাকার বেশি ঋণের আবেদন করতে

২. কোনো কোম্পানির পরিচালক কিংবা স্পনসর শেয়ারহোল্ডার হতে

৩. আমদানি ও রপ্তানি নিবন্ধন সনদ পেতে

৪. সিটি করপোরেশন বা পৌর এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তি বা নবায়ন করতে

৫. সমবায় সমিতির নিবন্ধন প্রাপ্তি

৬. বিমা বা সার্ভেয়ার হিসেবে তালিকাভুক্তি বা লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে

৭. সিটি করপোরেশন, জেলা সদরের পৌর এলাকা বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি, ভবন বা অ্যাপার্টমেন্ট বিক্রি, রেজিস্ট্রেশন, দলিল হস্তান্তর, বায়না বা পাওয়ার অব অ্যাটর্নি দেওয়ার ক্ষেত্রে চুক্তিমূল্য ১০ লাখ টাকার বেশি হলে

৮. ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিতে হলে

৯. চিকিৎসক, ডেনটিস্ট, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, খরচ ও ব্যবস্থাপনা হিসাবরক্ষক, প্রকৌশলী, স্থপতি বা সার্ভেয়ার বা যেকোনো পেশাদার সংগঠনের সদস্যপদ প্রাপ্তি

১০. মুসলিম বিবাহ ও তালাক আইনের অধীনে বিবাহ নিবন্ধক হিসেবে লাইসেন্স প্রাপ্তি

১১. কোনো ব্যবসায়ী বা পেশাজীবী সংগঠনের সদস্যপদ প্রাপ্তি

১২. ড্রাগ লাইসেন্স, অগ্নিনিরাপত্তা লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স প্রাপ্তি বা নবায়নে

১৩. আবাসিক, বাণিজ্যিক ও শিল্পের জন্য গ্যাস সংযোগ প্রাপ্তি

১৪. ভাড়ায়চালিত লঞ্চ, স্টিমার, মাছ ধরা জলযান, ট্রলার, কার্গো, কোস্টার ও বার্জের জন্য সার্ভে সার্টিফিকেট প্রাপ্তি

১৫. জেলা প্রশাসন বা পরিবেশ অধিদপ্তর থেকে ইট তৈরির অনুমতি পেতে বা অনুমতিপত্র নবায়ন করতে

১৬. সিটি করপোরেশন বা জেলা সদর পৌরসভায় সন্তান বা পোষ্যকে আন্তর্জাতিক পাঠ্যক্রমের ইংরেজি মিডিয়াম স্কুলে বা জাতীয় পাঠ্যক্রমের অধীনে ইংরেজি ভার্সনে ভর্তি করতে

১৭. সিটি করপোরেশন বা সেনানিবাস এলাকায় বিদ্যুৎ সংযোগ পেতে কিংবা ব্যবহার করতে

১৮. কোনো কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ বা এজেন্টশিপ পেতে

১৯. অস্ত্রের লাইসেন্স পেতে

২০. আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খুলতে

২১. ৫ লাখ টাকার বেশি পরিমাণ অর্থের পোস্টাল সেভিংস অ্যাকাউন্ট খুলতে

২২. ১০ লাখ টাকার বেশি ক্রেডিট ব্যালেন্সসহ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে

২৩. ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে

২৪. পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি করপোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে

২৫. মোটরগাড়ি, জমি, বাসস্থান বা যেকোনো স্থাবর সম্পদ সংশ্লিষ্ট অংশিদারত্ব ব্যবসা করতে

২৬. কোনো বেসরকারি প্রতিষ্ঠান থেকে বেতন নেওয়ার সময়

২৭. সরকার বা সরকারি কোনো সংস্থা, করপোরেশন থেকে ‘বেতন’ শিরোনামে মূল বেতন হিসেবে ১৬ হাজার বা তার বেশি টাকা পাওয়ার সময়

২৮. মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বা অন্যান্য ইলেকট্রনিক উপায়ে অর্থ স্থানান্তরে কোনো কমিশন, ফি জাতীয় অর্থ পেতে

২৯. পরামর্শক, ক্যাটারিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, জনবল সরবরাহ বা নিরাপত্তা সেবা দিয়ে অর্থ গ্রহণ করতে

৩০. সরকারের কাছ থেকে মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) হিসেবে প্রতি মাসে ১৬ হাজারের বেশি টাকা পেতে

৩১. বিমা কোম্পানির এজেন্সি হিসেবে নিবন্ধন বা পুনর্নবীকরণ করতে

৩২. দুই বা তিন চাকা ছাড়া যেকোনো ধরনের মোটরগাড়ি নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়ন করতে

৩৩. কোনো এনজিওকে বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির অধীনে কোনো মাইক্রো ক্রেডিট সংস্থার কাছে বিদেশি অনুদান ছাড় দেওয়ার ক্ষেত্রে

৩৪. ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো পণ্য বা সেবা বিক্রি করতে

৩৫. কোনো ক্লাবের সদস্যপদ পেতে চাইলে

৩৬. পণ্য সরবরাহ, চুক্তি সম্পাদন বা সেবা প্রদানের জন্য টেন্ডারের কাগজপত্র জমা দেওয়ার ক্ষেত্রে

৩৭. আমদানি বা রপ্তানির জন্য বাংলাদেশ থেকে বিল অব এন্ট্রি জমা দেওয়ার ক্ষেত্রে

৩৮. ভবন নির্মাণের জন্য রাজউকসহ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে

২৩-২৪ বাজেটে যেসব জিনিসের দাম বাড়বে

  1. বলপয়েন্ট কলম,
  2. সফটওয়্যার,
  3. পলিপ্রপাইলিং ফিল্ম,
  4. এলপিজি সিলিন্ডার,
  5. মোবাইল ফোন,
  6. প্লাস্টিকের সব ধরনের গৃহস্থালি পণ্য (টিফিন বক্স ও পানির বোতল ছাড়া),
  7. টিস্যু পেপার,
  8. অ্যালুমিনিয়ামের বাসনপত্র,
  9. সানগ্লাস,
  10. রেফ্রিজারেটর,
  11. ওয়াশিং মেশিন,
  12. মাইক্রোওয়েভ ওভেন,
  13. ইলেকট্রিক ওভেন,
  14. ব্লেন্ডার, জুসার,
  15. রাইস কুকার,
  16. প্রেসার কুকার,
  17. প্রিন্টার,
  18. স্ক্যানার,
  19. রাউটার,
  20. ইয়ার ফোন,
  21. পেনড্রাইভ,
  22. এসএসডি কার্ড,
  23. সিসিটিভি মনিটর,
  24. প্রজেক্টর,
  25. ডিজিটাল ওয়াচ,
  26. ইলেকট্রিক প্যানেল,
  27. খেজুর, বাদাম,
  28. কাজুবাদাম,
  29. প্রসেসড ফ্রুটস,
  30. স্বর্ণের বার,
  31. বাসমতি চাল,
  32. সিমেন্ট,
  33. সিগারেট
  34. , বাইসাইকেলের যন্ত্রাংশ,
  35. গ্লাস,
  36. ই-সিগারেট,
  37. লিফট ও এসক্যালেটর,
  38. ফেসওয়াশ,
  39. টাইটেনিয়াম ডাই-অক্সাইড,
  40. আমদানিকৃত মোটরসাইকেল,
  41. স্যান্ডউইচ প্যানেল।

২৩-২৪ বাজেটে যেসব জিনিসের দাম কমবে

  1. বিস্কুট,
  2. কনটেইনার,
  3. ক্যানসারের ওষুধ,
  4. হট রোল,
  5. কোল্ড রোল,
  6. উড়োজাহাজের ইঞ্জিন,
  7. টার্বো ইঞ্জিন,
  8. ১৫ আসনের কম মাইক্রোবাস,
  9. কেক,
  10. হোমমেড বিস্কুট,
  11. অপটিক্যাল ফাইবার ক্যাবল,
  12. মিষ্টি,
  13. কৃষি যন্ত্রপাতি,
  14. উড়োজাহাজের যন্ত্রাংশ,
  15. ম্যালেরিয়া ও যক্ষ্মা নিয়ন্ত্রণ ‍ওষুধ,
  16. ওষুধ ও চিকিৎসা সামগ্রী উৎপাদনের কাঁচামাল,
  17. সিলিকন টিউব।

বাজেট ২০২৩-২০২৪জাতীয় বাজেট ২০২৩-২০২৪বাংলাদেশের জাতীয় বাজেট ২০২৩-২০২৪জাতীয় বাজেটবাজেট ২০২৩-২০২৪ বাংলাদেশ২০২৩-২৪ অর্থবছরের বাজেটবাজেট ২৩-২৪বাংলাদেশের বাজেটবাংলাদেশের বাজেট ২৩-২৪বাংলাদেশের বাজেট ২০২৩-২৪দাম বাড়তে পারেদাম কমতে পারেবাজেটে দাম কমেছে বাজেটে দাম বেড়েছে

আরও পড়ূণঃ
বাংলাদেশের সকল জেলা উপজেলা 

Share this post

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Telegram
Tumblr

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Popular posts