মহিলাদের কবর জিয়ারত
সাধারণ অবস্থায় মহিলাদের জন্য কবর যিয়ারতে যাওয়া
থেকে বিরত থাকাই উচিত। তবে কিছু শর্তসাপেক্ষে মহিলাদের জন্য কবর যিয়ারত করা জায়েয। শর্তগুলো হচ্ছে-
১. কবরস্থানে গিয়ে জোরে জোরে কান্না করা, বিলাপ করা ইত্যাদি সবধরনের শরীয়তবিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে।
২. যাওয়া-আসা নিরাপদ হতে হবে। পথে কোনো ধরনের ফেতনায় পতিত হওয়ার আশঙ্কা না থাকতে হবে।
৩. পরিপূর্ণ পর্দাসহ বের হবে।
৪. নিয়মিত বা ঘন ঘন কবর যিয়ারতের জন্য যাবে না।
[আলবাহরুর রায়েক ২/১৯৫, ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৬৪৩; হাশিয়াতুত তাহতাবী আলালমারাকী, পৃ. ৩৪০; আদ্দুররুল মুখতার ২/২৪]
মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা।
1 thought on “মহিলাদের কবর জিয়ারত । মহিলারা কি কবর জিয়ারত করতে পারবে?”
Pingback: কসরের নামাজের নিয়ম । কসরের নামাজ কখন পড়তে হবে ! মুসাফির এর নামাজ - Info Guide Bd