টিএসসি কিভাবে যাবেন ? TSC তে যাওয়ার উপায়ঃ টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় এর একটি জনপ্রিয় জায়গা , টিএসসির মানে হচ্ছে টিচার স্টুডেন্ট সেন্টার , এখানে অডিটোরিয়াম রয়েছে সেখানে নানা ধরনের প্রোগ্রাম হয়ে থাকে ।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের আড্ডা দেয়ার জায়গা বলা চলে , ছাত্র-ছাত্রিরা ছাড়া ও বহিরাগত অনেক মানুষ এখানে আড্ডা দিতে প্রতিনিয়ত যায়
টিএসসি কিভাবে যাবেন ? TSC তে যাওয়ার উপায়
ঢাকা শহরের যেকোন জায়গা থাকে লোকাল বাসে বা সিএনজি প্রাইভেট কারে এখানে যাওয়ার যায় , লোকাল বাসে TSC তে যেতে হলে শাহবাগ বা নীলক্ষেত নেমে সেখান থেকে ২০-৩০ টাকা রিক্সা ভাড়া দিয়ে খুব সহজেই যেতে পারবেন , তাছাড়া হেটে যেতে চাইলে ১৫-২০ মিনিট লাগতে পারে
TSC তে যাওয়ার লোকাল বাস
আল মদিনা প্লাস ওয়ান
নন্দন পার্ক টু কমলাপুর মাঝে শাহবাগ হয়ে এই বাস তাদের সেবা দিয়ে থাকে
শাহবাগ বা নীলক্ষেত রুটে চলাচল করে এরকম যেকোন বাসে উঠে সহজেই টিএসসি যেতে পারবেন ।
tsc jawar route- tsc te kivabe jabo – tsc kothay
আরও পড়ুনঃ আফতাবনগর যাওয়ার উপায়
1 thought on “টিএসসি কিভাবে যাবেন ? TSC তে যাওয়ার উপায়”
Pingback: পুলিশ হাসপাতাল যাওয়ার উপায় - পুলিশ হাসপাতাল কিভাবে যাবো - Info Guide Bd