জাতীয় সংসদ আসন কুমিল্লা: কুমিল্লা বাংলাদেশের অন্যতম একটি জেলা , ঢাকা এবং চট্টগ্রাম এর পর সবচেয়ে বেশী মানুষের বসবাস এই জেলায় । বাংলাদেশের সংসদ নির্বাচন এর সময় এই জেলা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে । এই জেলার ১৭ টি উপজেলায় সব মিলিয়ে ১১ টি আসন রয়েছে নিচে সবগুলো আসনের নাম এবং নির্বাচনী এলাকা উল্লেখ করা হলো
জাতীয় সংসদ আসন কুমিল্লা । সংসদীয় আসন কুমিল্লা জেলা
- কুমিল্লা-১ – মেঘনা উপজেলা এবং দাউদকান্দি উপজেলা
- কুমিল্লা-২ – তিতাস উপজেলা এবং হোমনা উপজেলা
- কুমিল্লা-৩ – মুরাদনগর উপজেলা
- কুমিল্লা-৪ – দেবিদ্বার উপজেলা
- কুমিল্লা-৫ – ব্রাহ্মণপাড়া উপজেলা এবং বুড়িচং উপজেলা
- কুমিল্লা-৬ – কুমিল্লা আদর্শ সদর উপজেলা, কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কুমিল্লা সেনানিবাস এলাকা
- কুমিল্লা-৭ – চান্দিনা উপজেলা
- কুমিল্লা-৮ – বরুড়া উপজেলা
- কুমিল্লা-৯ – লাকসাম উপজেলা এবং মনোহরগঞ্জ উপজেলা
- কুমিল্লা-১০ – নাঙ্গলকোট উপজেলা, লালমাই উপজেলা এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা
- কুমিল্লা-১১ – চৌদ্দগ্রাম উপজেলা
তথ্য সহযোগীতায়ঃ বাংলাদেশ নির্বাচন কমিশন
কুমিল্লা জেলায় সংসদীয় আসন কয়টি ?
উত্তরঃ ১১ টি
কুমিল্লা জেলায় মোট উপজেলা কয়টি?
উত্তরঃ ১৭ টি
আরও পড়ুনঃ
কুমিল্লা জেলার খুঁটিনাটি ও ইতিহাস