Magic Paradise Park Cumilla – ম্যাজিক প্যারাডাইস পার্ক কুমিল্লা জেলার কোটবাড়ি তে অবস্থিত , ২০টির ও বেশী রাইড , ওয়াটার পার্ক এবং পিকনিক স্পট নিয়ে বাংলাদেশের অন্যতম সেরা বিনোদন মূলক পার্ক এইটি । কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ৫০০ মিটার দুরুত্ব এই পার্কের অবস্থান , বিদেশী স্টাইলে করা এই পার্কের গেইট যা ডিজনিল্যান্ডের মত দেখতে অনেকটা ।
Magic Paradise Park Cumilla – ম্যাজিক প্যারাডাইস পার্ক এর প্যাকেজসমুহ
তাছাড়া আরো কয়েকটি প্যাকেজ রয়েছে , প্যাকেজ আকারে নিলে আলাদা নেয়ার চেয়ে খরচ কম হবে ।
ম্যাজিক প্যারাডাইস পার্ক যাওয়ার উপায় বা কিভাবে যাবেন
ঢাকা থেকে মাত্র ২ ঘন্টায় আপনি চাইলে এই পার্কে যেতে পারবেন এবং একদিনে ঢাকার কাছাকাছি কোথাও ঘুরার জন্য এটি বেস্ট চয়েস হতে পারে , ঢাকা থেকে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড গামী বাসে উঠে কোটবাড়ি বিশ্বরোড নেমে তারপর সেখান থেকে সিএনজি বা অটোরিক্সা করে সহজেই যেতে পারবেন , এশিয়া ট্রান্সপোর্ট , রয়েল কোচ , তিশা প্লাস এইসব বাসে জনপ্রতি ২০০ টাকা ভাড়া নিবে তবে এসি বাসে গেলে সেখানে ভাড়া কিছুটা বাড়বে ।
কুমিল্লা যাওয়ার জন্য বাস গুলো বেশীরভাগ ক্ষেত্রেই সায়েদাবাদ থেকে ছাড়ে তবে কিছু বাস যেমন রয়েল কোচ কমলাপুর থেকে ছাড়ে তাছাড়া রয়েল কোচ এসি সার্ভিস টি এয়ারপোরট থেকে কুমিল্লা যায়
চট্টগ্রাম থেকে এই পার্কে আসতে হলে ঢাকা গামী যেকোন বাসে উঠে তারপর কোটবাড়ি বিশ্বরোড নেমে সিএঞ্জি বা অটোরিক্সা করে এই পার্কে যেতে পারবেন ।
Magic Paradise Park Cumilla সময়সূচী
কুমিল্লা ম্যাজিক পারাডাইস পার্ক সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে , সকাল ৯.৩০ থেকে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত এর কার্যক্রম চলে থাকে । ৬ বছরের নিচে বাচ্চাদের কোন টিকেটের প্রয়োজন হয় না ।
বলে রাখা ভাল যে পার্কের ভিতরে খাবার নিয়ে প্রবেশ করা যায় না । এই পার্কের ভেতরে দুটি রেস্তোরা আছে সেখানে খেয়ে নিতে পারবেন
ম্যাজিক পারাডাইস পার্কের টিকেট মুল্য ২০০ টাকা
Magic paradise park phone number ম্যাজিক প্যারাডাইস পার্ক এর ফোন নাম্বার
- 01714130945
01321-124562
01714130946
Magic Paradise Park Cumilla Adress
বাটাখোলা , কোটবাড়ি , কুমিল্লা বাংলাদেশ
ইমেইলঃ info@magicparadisepark.com
ওয়েবসাইটঃ https://magicparadisepark.com/
ফেসবুক পেইজ লিংকঃ https://www.facebook.com/magicparadisebd/
Magic Paradise Park Cumilla এর আসে পাশের দর্শনীয় স্থান
শালবন বিহার
ময়নামতি জাদুঘর
বোদ্ধ মন্দির
রুপবান মোড়া
ইটাখোলা মোড়া
কুমিলা বার্ড
এই সবগুলো জায়গা ম্যাজিক প্যারাডাইস পার্কের আসে পাশে , সবগুলো জায়গা দেখার জন্য আপনাকে কয়েকমিনিট এদিক সেদিক করলেই হবে । তাছাড়া একদিনে সব ঘুরে আসতে চাইলে একদম ভোর বেলায় রওনা দিয়ে সকালের মধ্যেই পার্কে ডূকে যাবেন সেখান থেকে বের হয়ে তারপর আরো কিছু জায়গায় যেতে পারবেন আবার সন্ধ্যায় চলে আসতে পারবেন
আরও পড়ুনঃ
জলসিড়ি সেন্ট্রাল পার্ক
সুবর্ণগ্রাম রিসোর্ট
comilla magic paradise park
comilla magic paradise park ticket price
comilla magic paradise park
Magic Paradise Park Cumilla
Magic Paradise Park Cumilla
Magic Paradise Park Cumilla