Magic Paradise Park Cumilla – ম্যাজিক প্যারাডাইস পার্ক

Magic Paradise Park Cumilla – ম্যাজিক প্যারাডাইস পার্ক কুমিল্লা জেলার কোটবাড়ি তে অবস্থিত , ২০টির ও বেশী রাইড , ওয়াটার পার্ক এবং পিকনিক স্পট নিয়ে বাংলাদেশের অন্যতম সেরা বিনোদন মূলক পার্ক এইটি । কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ৫০০ মিটার দুরুত্ব এই পার্কের অবস্থান , বিদেশী স্টাইলে করা এই পার্কের গেইট যা ডিজনিল্যান্ডের মত দেখতে অনেকটা ।

বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম ওয়েভ পুলের দাবিদার এই পার্কটি। উচ্চ শব্দের গানে, ঢেউয়ে ঝাপিয়ে পড়ার আনন্দ বলে বুঝানো যাবে না। শিশু বাচ্চা, পরিবারের সকলের জন্যও ওয়াটার হাউজ এবং ওয়াটার পুলে রয়েছে বিশেষ ব্যবস্থা। সাথে থাকছে স্পাইরাল এবং বডি স্লাইড এর ওয়াটার রাইড সমুহ।
সবচেয়ে যে জিনিসটা মুগ্ধ করবে তা হলো ডাইনোসর। ডায়নোসর গুলোকে সেন্সরের মাধ্যমে মুভ করার সাথে সাউন্ড ইফেক্টেরও ব্যাবস্থা করা হয়েছে। ছোট বাচ্চারা দেখলে ভয় পেয়ে যাবে নির্ঘাত। খেয়াল না করে উপড়ে উঠলে আপনিও হাজার বছর পুরনো ডায়নোসরের যুগে চলে গেছেন ভেবে ভয় পেতে পারেন। আপনি  পার্কের এন্টির টিকিটের সাথে এই ডাইনোসর জোন ফ্রি পাচ্ছেন।

Magic Paradise Park Cumilla - ম্যাজিক প্যারাডাইস পার্ক fun pool
আছে খাওয়া-দাওয়াসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যাবস্থা, নামাজের স্থান, চমৎকার স্যানিটেশন ও মহিলা-পুরুষদের জন্য আলাদা আয়োজন।সর্বোপরি, মনোমুগ্ধকর একটি পরিবেশ। বন্ধুরা মিলে অথবা বাচ্চাদের সাথে নিজেও একটা দিন পার করে আসতে পারেন এই পার্কে।

Magic Paradise Park Cumilla – ম্যাজিক প্যারাডাইস পার্ক এর প্যাকেজসমুহ

ম্যাজিক প্যারাডাইস টিকিট প্যাকেজঃ comilla magic paradise park ticket price
✅ এন্ট্রি + ডাইনোসর ওয়ার্ল্ড + ০২ ড্রাই রাইড = ৩০০/-
✅ এন্ট্রি + ডাইনোসর ওয়ার্ল্ড + ০১ ড্রাই রাইড + ওয়াটার প্যারাডাইস = ৫০০/-
✅ এন্ট্রি + ডাইনোসর ওয়ার্ল্ড + ০৭ ড্রাই রাইড = ৬৫০/-
✅ এন্ট্রি + ডাইনোসর ওয়ার্ল্ড + ০৪ ড্রাই রাইড + ওয়াটার প্যারাডাইস = ৬৫০/-
✅ এন্ট্রি + ডাইনোসর ওয়ার্ল্ড + ০৭ ড্রাই রাইড + ওয়াটার প্যারাডাইস = ৮৫০/-
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুনঃ ০১৩২১১২৪৫৬১, ০১৩২১১২৪৫৬২, ০১৩২১১২৪৫৬৬ নাম্বারে ।
রিসোর্টঃ ০১৩২১১২৪৫৬৫ অথবা ০১৩২১১২৪৫৭৫ নাম্বারে।
ম্যাজিক প্যারাডাইস
কোটবাড়ি, কুমিল্লা।

তাছাড়া আরো কয়েকটি প্যাকেজ রয়েছে , প্যাকেজ আকারে নিলে আলাদা নেয়ার চেয়ে খরচ কম হবে ।

ম্যাজিক প্যারাডাইস পার্ক যাওয়ার উপায় বা কিভাবে যাবেন

ঢাকা থেকে মাত্র ২ ঘন্টায় আপনি চাইলে এই পার্কে যেতে পারবেন এবং একদিনে ঢাকার কাছাকাছি কোথাও ঘুরার জন্য এটি বেস্ট চয়েস হতে পারে , ঢাকা থেকে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড গামী বাসে উঠে  কোটবাড়ি বিশ্বরোড নেমে তারপর সেখান থেকে সিএনজি বা অটোরিক্সা করে সহজেই যেতে পারবেন , এশিয়া ট্রান্সপোর্ট , রয়েল কোচ , তিশা প্লাস এইসব বাসে জনপ্রতি ২০০ টাকা ভাড়া নিবে তবে এসি বাসে গেলে সেখানে ভাড়া কিছুটা বাড়বে ।

কুমিল্লা যাওয়ার জন্য বাস গুলো বেশীরভাগ ক্ষেত্রেই সায়েদাবাদ থেকে ছাড়ে তবে কিছু বাস যেমন রয়েল কোচ কমলাপুর থেকে ছাড়ে তাছাড়া রয়েল কোচ এসি সার্ভিস টি এয়ারপোরট থেকে কুমিল্লা যায়
চট্টগ্রাম থেকে এই পার্কে আসতে হলে ঢাকা গামী যেকোন বাসে উঠে তারপর কোটবাড়ি বিশ্বরোড নেমে সিএঞ্জি বা অটোরিক্সা করে এই পার্কে যেতে পারবেন ।

Magic Paradise Park Cumilla সময়সূচী

কুমিল্লা ম্যাজিক পারাডাইস পার্ক সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে , সকাল ৯.৩০ থেকে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত এর কার্যক্রম চলে থাকে । ৬ বছরের নিচে বাচ্চাদের কোন টিকেটের প্রয়োজন হয় না ।
বলে রাখা ভাল যে পার্কের ভিতরে খাবার নিয়ে প্রবেশ করা যায় না । এই পার্কের ভেতরে দুটি রেস্তোরা আছে সেখানে খেয়ে নিতে পারবেন

ম্যাজিক পারাডাইস পার্কের টিকেট মুল্য ২০০ টাকা

 Magic paradise park phone number ম্যাজিক প্যারাডাইস পার্ক এর ফোন নাম্বার 

  • 01714130945
    01321-124562
    01714130946

Magic Paradise Park Cumilla Adress 

বাটাখোলা , কোটবাড়ি , কুমিল্লা বাংলাদেশ
ইমেইলঃ info@magicparadisepark.com
ওয়েবসাইটঃ https://magicparadisepark.com/
ফেসবুক পেইজ লিংকঃ https://www.facebook.com/magicparadisebd/

Magic Paradise Park Cumilla এর আসে পাশের দর্শনীয় স্থান

শালবন বিহার
ময়নামতি জাদুঘর
বোদ্ধ মন্দির
রুপবান মোড়া
ইটাখোলা মোড়া
কুমিলা বার্ড
এই সবগুলো জায়গা ম্যাজিক প্যারাডাইস পার্কের আসে পাশে , সবগুলো জায়গা দেখার জন্য আপনাকে কয়েকমিনিট এদিক সেদিক করলেই হবে । তাছাড়া একদিনে সব ঘুরে আসতে চাইলে একদম ভোর বেলায় রওনা দিয়ে সকালের মধ্যেই পার্কে ডূকে যাবেন সেখান থেকে বের হয়ে তারপর আরো কিছু জায়গায় যেতে পারবেন আবার সন্ধ্যায় চলে আসতে পারবেন

আরও পড়ুনঃ
জলসিড়ি সেন্ট্রাল পার্ক 
সুবর্ণগ্রাম রিসোর্ট 

 

comilla magic paradise park
comilla magic paradise park ticket price
comilla magic paradise park
Magic Paradise Park Cumilla

Magic Paradise Park Cumilla
Magic Paradise Park Cumilla

Share this post

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Telegram
Tumblr

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Popular posts