Mainamati war cemetery: ময়নামতি ওয়ার সিমেট্রি বাংলাদেশের কুমিল্লাতে অবস্থিত একটি কমনওয়েলথ যুদ্ধ সমাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মায় সংঘটিত যুদ্ধে যে ৪৫০০০ কমনওয়েলথ সৈনিক নিহত হন, তাদের স্মৃতি রক্ষার্থে মায়ানমার (তৎকালীন বার্মা), আসাম, এবং বাংলাদেশে ৯টি রণ সমাধিক্ষেত্র তৈরি করা হয়েছে। বাংলাদেশে দুটি কমনওয়েলথ রণ সমাধিক্ষেত্র আছে, যার একটি কুমিল্লায় এবং অপরটি চট্টগ্রামে অবস্থিত। প্রতিবছর প্রচুর দেশী-বিদেশী দর্শনার্থী যুদ্ধে নিহত সৈন্যদের প্রতি সম্মান জানাতে এ সমাধিক্ষেত্রে আসেন।
ময়নামতি রণ সমাধিক্ষেত্র মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে (১৯০৩-১৯৪৫) নিহত ভারতীয় (তৎকালীন) ও বৃটিশ সৈন্যদের কবরস্থান। এটি ১৯৪৬ সালে তৈরি হয়েছে। কুমিল্লা শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে কুমিল্লা ক্যান্টনমেন্টের খুব কাছেই এই যুদ্ধ সমাধির অবস্থান। এই সমাধিক্ষেত্রটি Commonwealth War Graves Commission (CWGC) কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল ও তারাই এ সমাধিক্ষেত্র পরিচালনা করেন। প্রতি বছর নভেম্বর মাসে সকল ধর্মের ধর্মগুরুদের সমন্বয়ে এখানে একটি বার্ষিক প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়।
সমাধিক্ষেত্রটিতে ৭৩৬টি কবর আছে। এর মধ্যে অধিকাংশ কবর হল সে সময়কার হাসপাতালের মৃত সৈনিকগণের। তাছাড়াও যুদ্ধের পর বিভিন্ন স্থান থেকে কিছু লাশ স্থানান্তর করেও এখানে সমাহিত করা হয়। বাহিনী অনুযায়ী এখানে রয়েছেন ৩ জন নাবিক, ৫৬৭ জন সৈনিক এবং ১৬৬ জন বৈমানিক। সর্বমোট ৭২৩ জন নিহতের পরিচয় জানা সম্ভব হয়েছিল।
Mainamati war cemetery -ময়নামতি ওয়ার সিমেট্রি বা ইংরেজ কবরস্থান যাওয়ার উপায়
ঢাকা থেকে ময়নামতি ওয়ার সেমেট্রি বা ইংরেজ কবরস্থান (স্থানীয় এলাকায় এটিকে ইংরেজ কবরস্থান বলা হয়ে থাকে ) আসতে হলে কুমিল্লা গামী যেকোন বাস উঠে কুমিল্লা ক্যান্টনমেন্ট নামতে হবে সেখান থেকে সিলেটে রোডে ১০ টাকা অটোরিক্সা ভাড়া করে এই সমাধির সামনে যাওয়া যায় ।
তাছাড়া চট্টগ্রাম থেকে আসতে হলে ঢাকা বা সিলেট গামী যেকোন বাসে উঠে সহজেই যেতে পারবেন এই সমাধিস্থল ।
ঢাকা থেকে কুমিল্লাগামী কিছু বাসের নাম
এশিয়া লাইন
এশিয়া ট্রান্সপোর্ট
তিশা পরিবহন
তিশা প্লাস
রয়েল কোচ
বন্ধের দিন
এই সমাধিস্থল সপ্তাহের প্রতিদিন খোলা থাকে তবে সকালে ১০ টা থেকে ১২ টা এবং দুপুর ১টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে
তথ্য সুত্রঃ কুমিল্লা জেলা সরকারি ওয়েবসাইট
আসে পাশের দর্শনীয় স্থান
রানী কুঠির ময়নামতি প্রাসাদ
কুমিল্লা ক্যান্টুমেন্ট রুপসাগর পার্ক
আরও পড়ুনঃ
ম্যাজিক প্যারাডাইস পার্ক কুমিল্লা
কুমিল্লা জেলার ইতিহাস
Mainamati war cemetery – Mainamati war cemetery
ময়নামতি ওয়ার সিমেট্রি বা ইংরেজ কবরস্থান
ময়নামতি ওয়ার সিমেট্রি বা ইংরেজ কবরস্থান