যাত্রাবাড়ি থেকে এয়ারপোর্ট যাওয়ার উপায় ( Local buses from Jatrabari to Airport)

যাত্রাবাড়ি থেকে এয়ারপোর্ট , উত্তরা যেসব বাস দিয়ে যেতে পারবেন ?

যাত্রাবাড়ি থেকে এয়ারপোর্ট উত্তরা রুটে যেসব বাস চলে তাদের তালিকা এবং রুট ম্যাপ ।

রাইদা বাস( পোস্তগোলা থেকে উত্তরা দিয়াবাড়ি )

পোস্তগোলা – যাত্রাবাড়ি – সায়েদাবাদ- গোলাপবাগ – মানিকনগর- মুগদা – কমলাপুর – বাসাবো – খিলগাও – মালিবাগ – হাজিপাড়া – রামপুরা – বাড্ডা – শাহজাদপুর – বাশতলা – নতুন বাজার – নদ্দা- বসুন্ধরা- যমুনা ফিউচার পার্ক – কুড়িল – খিলক্ষেত – কাওলা – এয়ারপোর্ট – জসীম উদ্দিন – আজমপুর- হাউজবিল্ডীং এবং দিয়া বাড়ি ।
এই বাসের যাওয়া আসার রুট একই !

অনাবিল বাস ( সাইনবোর্ড হতে গাজীপুর চৌরাস্তা )

সাইনবোর্ড- শনির আখরা – যাত্রাবাড়ি – সায়েদাবাদ- গোলাপবাগ – মানিকনগর- মুগদা – কমলাপুর – বাসাবো – খিলগাও – মালিবাগ – হাজিপাড়া – রামপুরা – বাড্ডা – শাহজাদপুর – বাশতলা – নতুন বাজার – নদ্দা- বসুন্ধরা- যমুনা ফিউচার পার্ক – কুড়িল – খিলক্ষেত – কাওলা – এয়ারপোর্ট – জসীম উদ্দিন – আজমপুর- হাউজবিল্ডীং- আব্দুল্লাহপুর – টংগী – স্টেশন রোড – বোর্ড বাজার – বাইপাস -গাজীপুর চৌরাস্তা

তুরাগ পরিবহন ( যাত্রাবাড়ি থেকে টংগী পর্যন্ত)

যাত্রাবাড়ি – সায়েদাবাদ- গোলাপবাগ – মানিকনগর- মুগদা – কমলাপুর – বাসাবো – খিলগাও – মালিবাগ – হাজিপাড়া – রামপুরা – বাড্ডা – শাহজাদপুর – বাশতলা – নতুন বাজার – নদ্দা- বসুন্ধরা- যমুনা ফিউচার পার্ক – কুড়িল – খিলক্ষেত – কাওলা – এয়ারপোর্ট – জসীম উদ্দিন – আজমপুর- হাউজবিল্ডীং- আব্দুল্লাহপুর – টংগী।

এই তিনটি লোকাল বাস দিয়ে যেকোন সময় আপনি এই রুটে যাতায়াত করতে পারবেন তবে তিনটি বাসের মধ্যে রাইদা পরিবহণ এর সার্ভিস সবচেয়ে ভাল । তাছাড়া আপনি সিএনজি , বাইক বা উবার এর মাধ্যমে ও যেতে পারেন ।

আরও পড়ুনঃ

ঢাকার লোকাল বাস রুট
মিলিটারি মিউজিয়াম যাওয়ার উপায় 

Share this post

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Telegram
Tumblr

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Popular posts