হাতিরঝিল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি এলাকা যা জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয়েছে। এ প্রকল্প এলাকাটি উদ্বোধন ও জনসাধারণের জন্য উন্মুক্ত হয় ২০১৩ সালের ২ জানুয়ারি। এ প্রকল্প চালুর ফলে ঢাকার তেজগাঁও, গুলশান, বাড্ডা, রামপুরা, মৌচাক, ফার্মগেট, কারওয়ান বাজার ও মগবাজার এলাকার বাসিন্দাসহ এ পথ দিয়ে চলাচলকারী যাত্রীরা বিশেষ সুবিধা পাচ্ছেন।
Hatirjheel kivabe jaben | হাতিরঝিল কিভাবে যাবেন ? হাতিরঝিল যাওয়ার উপায়
ঢাকা শহরের যেকোন জায়গা থেকে খুব সহজে হাতিরঝিল আসতে পারবেন । হাতিরঝিল আসার জন্য সিএনজি বা প্রাইভেট গাড়ি ব্যবহার করতে পারেন । তাছাড়া লোকাল বাসে আসতে চাইলে মেরুল – বাড্ডা – রামপুরা ব্রীজ মুখি যেকোন বাসে উঠে চলে আসতে পারবেন । তাছাড়া মগবাজার , সাতরাস্তা হয়ে ও হাতিরঝিল লোকাল বাস দিয়ে আসা যায় ।
সি এঞ্জি বা প্রাইভেট গাড়ি থাকলে গুলশান ১ পুলিশ প্লাজা , মগবাজার দিয়ে ইজিলি ডুকতে পারবেন ।
হাতিরঝিল যাওয়ার লোকাল বাস
রাইদা পরিবহন – উত্তরা থেকে যাত্রাবাড়ী
অনাবিল পরিবহন – গাজীপুর থেকে সাইনবোর্ড
তুরাগ পরিবহন – টংগী থেকে যাত্রাবাড়ি
অছিম পরিবহন – মিরপুর থেকে ডেমরা
আলিফ পরিবহ্ন – মিরপুর থেকে ডেমরা
বিঃ দ্রঃ আরও অনেক লোকাল বাস আছে যেগুলো দিয়ে আপনি সহজে হাতিরঝিল আসতে পারবেন
Hatirjheel kivabe jaben | হাতিরঝিল কিভাবে যাবেন ? হাতিরঝিল যাওয়ার উপায় Hatirjheel kivabe jaben Hatirjheel kivabe jaben