সেনাবাহিনীর হাত ধরে বাংলাদেশের সব থেকে সুন্দর পার্ক | Jolshiri Central Park | Jolshiri Abashon | জলসিড়ি সেন্ট্রাল পার্ক |
জলসিড়ি আবাসন প্রকল্প
জলসিড়ি আবাসন হল একটি আবাসিক এলাকা যা জলসিড়ি আবাসন কর্পোরেশন এর অধীনে বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত , আর্মি অফিসার হাউজিং স্কিমের একটি সহকারী কর্পোরেশন, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায়। এটি কেবল মাত্র বাংলাদেশ সেনা কর্মকর্তাদের জন্য নির্মিত। জলসিড়ি হবে একটি অ্যাকোয়া গ্রিন সিটি, যেখানে ৫২% খোলা জায়গা থাকবে, ১৪.৩৫ একর জমিতে একটি কেন্দ্রীয় পার্ক। ১৬.৯৯ একর জুড়ে ৪৫টি সেক্টর লেভেল পার্ক এবং ৭৭.৮৫ একর জুড়ে ৩৬২টি শহুরে সবুজ পার্ক বাসিন্দাদের জন্য হবে। ৩২টি খেলার মাঠ ছাড়াও একটি গলফ মাঠ, একটি বিনোদন পার্ক হবে বিনোদন ও বিনোদনের একটি বড় উৎস। ১৫ কিমি হ্রদের সাথে লেক সাইড চোখের প্রশান্তিদায়ক সবুজ বেল্ট, হাঁটার পথ এবং সাইকেল ট্র্যাক ।
Jolshiri Central Park | জলসিড়ি সেন্ট্রাল পার্ক
এই পার্কটি জলসিড়ি আবাসন প্রকল্পের সেন্ট্রাল পার্ক নামেই পরিচিত, পার্কটি এমনভাবে বানানো হচ্ছে যে দেখলে মনে হতে পারে এটি বিদেশের কোন পার্ক ।
এই পার্কে যা যা আছেঃ
- এই পার্কটির চারপাশ ঘিরে রয়েছে সুন্দর লেক
- লেকের পাশে রয়েছে হাটার ওয়াক ওয়ে এবং সুন্দর সুন্দর বেঞ্চ
- লেকের মধ্যে ঘুরার জন্যে রয়েছে দুই আসনের প্যাডেল বুট ( ৩০ মিনিটের জন্য ১০০ টাকা)
- ১০-১২ জন একসাথে লেকে ঘুরার জন্যে রয়েছে স্পিডবোট (৩০ মিনিটের জন্য ৫০০ টাকা)।
- বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা
- বিশাল আকারের উন্মুক্ত মঞ্জ
- একটি জলপ্রপাত (সন্ধ্যার দিকে চালু করা হয়)
- বসে বসে গল্প করার জন্য রয়েছে কুড়েঘর এর মত ঘর , যেখানে রয়েছে টেবিল এবং চেয়ার
- লেকের পাশ দিয়ে সুন্দর রেস্টুরেন্ট।
- নামাজের জন্য রয়েছে আলাদা জায়গা
- হবিট হল (যেখানে রয়েছে বাচ্চাদের গেমস খেলার সুযোগ)
উপরে উল্লেখিত বিষয় গুলো ছাড়া ও রয়েছে বিশাল আকারের খেলার মাঠ , তবে এখানে যেয়ে এতো সুন্দর মনোরম পরিবেশ পাবেন যা বলার বাহিরে , বাংলাদেশের তথাকথিত পার্ক বলতে আমরা সাধারনত যা দেখি তার চেয়ে অনেক সুন্দর এবং পরিচ্ছন্ন কোথাও ময়লা চোখেই পড়বে না ।
ময়লা ফালানোর জন্য রয়েছে সুন্দর সুন্দর ডরিমনের মত ডাস্টবিন ।
সন্ধার পর আবার এই পার্ক অন্যরকম সুন্দর লাগে লাইটিং এর কারনে ।
জলসিড়ি সেন্ট্রাল পার্ক যেভাবে যাবেন
ঢাকা সিটির যেকোন জায়গা থেকে আপনাকে প্রথমে কুড়িল বিশ্বরোড আসতে হবে , সেখান থেকে বি আর টি সি বাস এর টিকেট কাউন্টার থেকে টিকেট কেটে একদম জলসিড়ি আবাসন প্রকল্পের কাছে নামিয়ে দিবে , টিকেট মূল্য ৩০ টাকা প্রতিজন । তারপর সেখান থেকে অটোরিক্সা করে ২১ নাম্বার সেক্টর বা জলসিড়ি পার্ক বললেই একদম পার্কের সামনে আপনাকে নামিয়ে দিবে ।
কেউ বাইক বা প্রাইভেট গাড়ি নিয়ে যেতে চাইলে ও যেতে পারবেন ওখানে সুন্দর পারকিং এর ব্যাবস্থা রয়েছে।
প্রবেশ মূল্য / টিকেট মূল্য
সামরিক বাহিনীর লোক দের জন্য ২০ টাকা এবং সাধারণ জনগনের জন্য ১০০ টাকা প্রতিজন
সাপ্তাহিক বন্ধের দিনঃ
এই পার্কটি সপ্তাহের ৭ দিনই সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে ।
বিঃ দ্রঃ যেহেতু পার্কের আস পাশে লোকালয় নেই তাই চেষ্টা করবেন যেনো সন্ধার আগেই ওখান থেকে চলে আসা যায় ।
এই ভিডিও দেখলে পুরো পার্ক এর ব্যাপারে ধারনা পাবেনঃ Jolshiri Central Park
Jolshiri Central Park | Jolshiri Abashon | জলসিড়ি সেন্ট্রাল পার্ক | Jolshiri Central Park| জলসিড়ি সেন্ট্রাল পার্ক
আরও পড়ূনঃ
মিলিটারি মিউজিয়াম কিভাবে যাবেন
সাফারি পার্ক ভ্রমণ বিস্তারিত
আহসান মঞ্জিল বিস্তারিত