Mana Bay Water Park Munshiganj : প্রায় ৬০ হাজার স্কয়ার মিটার পর্যন্ত বিস্তৃত পার্কটিতে সকল বয়সের মানুষের জন্য বৈচিত্র্যময় সব আয়োজন রয়েছে। এর মধ্যে অন্যতম তিনটি আয়োজন হলো- ওয়াটার স্লাইড ট্যুর, ওয়েভ পুল ও ফ্লোরাইডার ডাবল। এর পাশাপাশি বাচ্চাদের জন্য একটি আলাদা জোন ও একটি কৃত্রিম নদীর ব্যবস্থা রয়েছে পার্কটিতে।
photo credit: Aqua rush Mana bay Website
Mana Bay Water Park Munshiganj- মানা বে ওয়াটার পার্ক কিভাবে যাবেন
ঢাকা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে এই পার্ক অবস্থিত । ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশাপাশি হওয়ায় ঢাকা কুমিল্লা গামী যেকোন বাস বা ঢাকা থেকে গজারিয়া যাওয়ার যেকোন বাসে উঠেই সহজে যেতে পারবেন , তাছাড়া প্রাইভেট কার নিয়ে ও খুব সহজে সেখানে যেতে পারবেন । মানা বে ওয়াটার পার্কে পারকিং এর জন্য রয়েছে সুবিশাল ব্যবস্থা ।
গুগল ম্যাপ লিংক বা ডিরেকশনঃ https://maps.app.goo.gl/uhjpq3MBQJg5EVXd9
Mana bay park location:
Bausia, Gazaria, Munshiganj,
Dhaka, Bangladesh
Mana bay water park ticket price – মানা বে প্রবেশ মুল্য
বড়দের টিকেট মূল্য ৬ হাজার টাকা
শিশু বা বাচ্চাদের টিকেট মূল্য ৩ হাজার টাকা তবে ৩ ফুট এর নিচের উচ্চতার বাচ্চাদের টিকেট লাগবে না
তাছাড়া ডিসকাউন্ট এর জন্য ৫০ জনের গ্রুপ হলে কিছুটা পেতে পারেন নরমালি তারা কোন ডিসকাউন্ট দেয় না
মানা বে ওয়াটার পার্ক এর যোগাযোগ
টিকেট কাটার জন্য ওয়েবসাইটঃ https://www.manabay.com/
ইমেইলঃ info@manabay.com
ফোন নাম্বারঃ 09606889999
ফেসবুক পেইজঃ https://www.facebook.com/manabaybd/
Tidal Twist at Mana bay water park munshiganj
সময়সুচিঃ
মানা বে পার্ক সপ্তাহের ৭ দিন খোলা থাকে , শুক্রবার এবং অন্যান্য ছুটির দিনে সকালে ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা এবং অন্যদিন গুলো তে সকালে ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা
বিঃ দ্রঃ এই পার্কে প্রবেশ টিকেটের সাথে খাবার সংযুক্ত নয় তাই পার্ক এর ভেতরে দুটি বড় রেস্তোরা থেকে খেয়ে নিতে হবে
আরো দেখুনঃ
সুবর্ণগ্রাম রিসোর্ট ভ্রমণ বিস্তারিত
জলসিড়ি সেন্ট্রাল পার্ক
ম্যাজিক প্যারাডাইস পার্ক কুমিল্লা
ময়নামতি ওয়ার সেমেট্রি