Manjil Express Bus Routeঃ মনজিল পরিবহন ঢাকা শহরের মধ্যে অন্যতম একটি লোকাল বাস কোম্পানি , এই বাসটি সাইনবোর্ড থেকে যাত্রা শুরু করে গাজীপুর পর্যন্ত তাদের সেবা দিয়ে থাকে ।
Manjil Express Bus Route – মনজিল বাস রুট
সাইনবোর্ড – মাতুয়াইল – শনির আখড়া – কাজলা- যাত্রাবাড়ী – সায়েদাবাদ – গুলিস্তান- জিপিও- পল্টন – কাকরাইল – মালিবাগ মোড় – মৌচাক – মগবাজার – সাতরাস্তা – নাবিস্কো – মহাখালী – চেয়ারম্যন বাড়ি – কাকলী – স্টাফ রোড – এমইস – শেওড়া – কুড়িল বিশ্বরোড – খিলক্ষেত – কাওলা – এয়ারপোর্ট – জসিম উদ্দিন – রাজলক্ষ্মী – আজমপুর -আব্দুল্লাহপুর – টংগী – স্টেশন রোড -মিল গেইট – বোর্ড বাজার -বাইপাস- গাজীপুর চৌরাস্তা-
মনজিল পরিবহনের যাওয়া আসার রুট একই
এই বাস দিয়ে ঢাকার যেসব এলাকায় যেতে পারবেন তা নিচে দেয়া হলো
যাত্রাবাড়ী থেকে উত্তরা
উত্তরা থেকে যাত্রাবাড়ী
সায়েদাবাদ থেকে উত্তরা
উত্তরা থেকে সায়েদাবাদ
উত্তরা থেকে গুলিস্তান – এয়ারপোর্ট থেকে গুলিস্তান যাত্রাবাড়ী এবং সায়েদাবাদ
আরও পড়ূনঃ