বই মেলায় কিভাবে যাবেন – বই মেলায় যাওয়ার উপায়

বই মেলায় কিভাবে যাবেনঃ প্রতিবছর বাংলা একাডেমি বই মেলা আয়োজন করে থাকে যা একুশে বইমেলা নামে ও পরিচিত , বইমেলা ফেব্রুয়ারি মাসে শুরু হয় , এটি হয়ে থাকে মুলত বাংলা একাডেমি তে তবে লাস্ট কয়েকবছর ধরে বইমেলা সোহরাওয়ারদি উদ্যানে আয়োজন করা হয়ে থাকে ।

 

বই মেলায় কিভাবে যাবেন – বই মেলায় যাওয়ার উপায়

ঢাকা শহরের যেকোন প্রান্ত হতে শাহবাগ মোড় এর লোকাল বাস পাওয়া যায় , বাসে করে এসে এখানে নেমে তারপর ২০ টাকা রিক্সা ভাড়া দিয়ে সহজেই যেতে পারেন বই মেলায় , তাছাড়া হেটে গেলে লাগবে ১০ মিনিট ।

উত্তরা , মিরপুর এর মানুষজন মেট্রোরেলে করে একদম ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে নামলেই পেয়ে যাবেন বই মেলা ।

প্রাইভেট গাড়ি বা সিএনজি করে ও সহজে চলে আসতে পারবেন বই মেলায় , বই মেলা চলতে থাকে পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে , এখানে প্রবেশের কোন ফী নেই

 

 

আর ও পড়ুনঃ
চিড়িয়াখানা যাওয়ার উপায়